১৫ মে ফিফার ৭৫ তম কংগ্রেস হবে প্যারাগুয়েতে। এতে অংশ নিতে ভোর ৪টার ফ্লাইটে ঢাকা থেকে রওনা হন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তাঁদের সফরসঙ্গী হওয়ার কথা ছিল বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। কিন্তু বিমানবন্দর থেকে ফেরত আসতে হয় তাঁকে। এমনটাই জানিয়েছে বাফুফের একটি সূত্র।
কী কারণে কিরণ ফিরে এসেছেন তা অবশ্য জানা যায়নি। এই ব্যাপারে তাঁকে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা দেওয়া হলেও কোনো উত্তর দেননি।
বাফুফের নির্বাহী কমিটির সদস্য কিরণ এশিয়ান ফুটবল কনফেডারেশনেরও সদস্য। এর আগে ফিফা কাউন্সিলের সদস্য ছিলেন তিনি। আগের কমিটির মতো বাফুফের নতুন কমিটিতেও নারী উইংয়ের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কিরণ