নাইটক্লাবে নারী নির্যাতনের ভয়ংকর অভিযোগ উঠেছিল দানি আলভেজের বিরুদ্ধে। তবে সেই অভিযোগ অস্বীকার করলেন দানি আলভেজ।
গত শুক্রবার বার্সেলোনায় সাটন নাইটক্লাবে ঘুরতে গিয়েছিলেন আলভেজ। আলভেজের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছিলেন এক নারী। এবিসি স্পেন সংবাদমাধ্যম দাবি করেছিল, নারীকে বাজেভাবে স্পর্শ করেছিলেন আলভেজ। গতকাল ইনস্টাগ্রামে নারী নির্যাতনের অভিযোগ অস্বীকার করে পোস্ট করেছিলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। পুমার জার্সি পরে আলভেজ লিখেছেন, ‘সব সময় ইতিবাচক থাকি। খুব শিগগির দেখা হচ্ছে। আমি জানি না, আপনারা কাদের সঙ্গে চলাফেরা করেন। কিন্তু এই লোকটা কখনো হাল ছেড়ে দেয় না।’
শুক্রবারের সেই ঘটনায় ভুক্তভোগী নারী এবং বন্ধুরা কাতালান পুলিশকে খবর দিয়েছিলেন। ঘটনার বয়ান দিতে ভুক্তভোগী এবং তাঁর বন্ধুরা পুলিশ স্টেশনে যান। মামলা দায়েরও করতে বলা হয়েছিল ব্রাজিলিয়ান ডিফেন্ডারের বিরুদ্ধে।
ব্রাজিলের জার্সিতে ১২৬ ম্যাচ খেলেছেন আলভেজ। ৮ গোলের সঙ্গে ২১ গোলে অ্যাসিস্ট করেছেন। আর ক্লাব ফুটবলে ৮৫৫ ম্যাচে করেছেন ৬০ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১৭৬ গোলে। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বার্সেলোনার হয়ে। কাতালানদের জার্সিতে খেলেছেন ৪০৮ ম্যাচ। ২২ গোলের পাশাপাশি ১০৫ গোলে অ্যাসিস্ট করেছেন।