হোম > খেলা > ফুটবল

হারমোসোর ধারেকাছে যেতে রুবিয়ালেসকে মানা আদালতের

চুমু কাণ্ডে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ ছাড়বেন না বলে শুরু থেকেই বলে আসছিলেন লুইস রুবিয়ালেস। শেষ পর্যন্ত তুমুল চাপের মুখে নিজের পদ ধরে রাখতে পারেননি। পরে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন রুবিয়ালেস। 

তবে পদত্যাগ করেও বিতর্ক থেকে নিজেকে রক্ষা করতে পারছেন না রুবিয়ালেস। চুমু কাণ্ডের শিকার জেনিফার হারমোসোর করা মামলায় আজ আদালতের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। ৪৬ বছর বয়সী সাবেক সভাপতিকে কঠিন এক নির্দেশ দিয়েছেন আদালত। স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলারের ধারেকাছে যেতে মানা করেছেন আদালত। তাঁকে অ্যাটাকিং মিডফিল্ডার থেকে ২০০ মিটার দূরে থাকতে বলা হয়েছে। সঙ্গে কোনো রকমের যোগাযোগ না করার নির্দেশনা দিয়েছেন আদালত। 

এক সপ্তাহ আগে রুবিয়ালেসের বিরুদ্ধে মামলা করেন হারমোসো। মামলায় সভাপতির বিরুদ্ধে যৌন হয়রানি ও জবরদস্তির অভিযোগ করেন স্প্যানিশ ফুটবলার। আজ দুটি অভিযোগই অস্বীকার করেছেন রুবিয়ালেস। 

গত ২০ আগস্ট স্পেনের ইতিহাস গড়ার দিন ঘটনাটি ঘটে। ইংল্যান্ডকে ১–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের দিন পুরস্কার মঞ্চে হারমোসোকে চুমু দেন রুবিয়ালেস। এরপর থেকেই স্পেনের বিশ্বকাপ জয়ের চেয়ে এই ঘটনা নিয়ে আলোচনা–সমালোচনা হতে থাকে বেশি। এক সময় এই ঘটনা স্পেনের জাতীয় বিতর্কের বিষয় হয়ে দাঁড়ায়। দেশটির প্রেসিডেন্টসহ আরও অনেকে রুবিয়ালেসের তির্যকভাবে সমালোচনা করেন। নিজে যখন পদ ছাড়বেন বলে জানান তখন সাময়িকভাবে তাঁকে নিষিদ্ধ করেছিল ফিফা। এমন সিদ্ধান্ত মেনে নিতে না পেরে তাঁর মা অনশনও করেছেন। তবুও রেহাই পাচ্ছেন না।

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’