হোম > খেলা > ফুটবল

কোপা আমেরিকার পুরো আয়োজন কি মেসিদের দেশে

ঢাকা: করোনায় পিছিয়ে যাওয়া কোপা আমেরিকা শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের ১১ জুন থেকে। লাতিন শ্রেষ্ঠত্বের এবারের আসরটি যৌথভাবে আয়োজনের দায়িত্ব পড়েছিল কলম্বিয়া ও আর্জেন্টিনার ওপর। কিন্তু রাজনৈতিক সহিংসতার জেরে কলম্বিয়ার নাম প্রত্যাহার করে নিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন (কনমেবল)।

এ পরিস্থিতিতে পুরো আয়োজনটি মেসিদের দেশে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
কোপা আমেরিকার ১০৫ বছরের ইতিহাসে এবারই প্রথম যৌথ আয়োজনে টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু এপ্রিলে কলম্বিয়ার রাজনীতি হঠাৎ করে সহিংস আকার ধারণ করে। দেশটিতে সরকারবিরোধী দাঙ্গায় প্রাণ হারায় অনেক মানুষ। যে কারণে কনমেবল যৌথ আয়োজকের নাম থেকে কলম্বিয়াকে সরিয়ে দিতে বাধ্য হয়।

এ অবস্থায় বাকি রইল আর্জেন্টিনা। কনমেবল অবশ্য পুরো দায়িত্ব আর্জেন্টিনাকে দেওয়ার কথা ভাবছে না। কারণ হঠাৎ করে আর্জেন্টিনার করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ) এরই মধ্যে কঠোর জৈব সুরক্ষা বলয় তৈরি করেছে।

যেখানে দেশটিতে খেলোয়াড়েরা পৌঁছানো মাত্রই নেগেটিভ আসা পর্যন্ত আইসোলেশনে রাখা হবে। কমপক্ষে তিন দিন করোনা টেস্ট করা হবে। এ পরিস্থিতিতে আর্জেন্টিনার সহ আয়োজক খুঁজছে কনমেবল। যদিও তারা এখনো এ ব্যাপারে পরিষ্কার কিছু বলেনি।

এক সাবিনার কাছেই উড়ে গেল শ্রীলঙ্কা

আমিও একজন মানুষ: দর্শকদের দুয়োধ্বনি নিয়ে ভিনিসিয়ুস

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে