পরিবারের সঙ্গে ছুটিটা দারুণ উপভোগ করছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার পর এবার সপরিবারে বিদেশে ঘুরতে গেছেন তিনি।
ক্যারিবিয়ান অঞ্চলের বাহামা দ্বীপপুঞ্জে মেসি বেড়াতে গিয়েছেন। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার। বাহামায় ঘুরতে গিয়েই ইউক্রেনের সাবেক ফুটবলার আন্দ্রেই শেভচেঙ্কোর ছেলে ক্রিশ্চিয়ান শেভচেঙ্কোর সঙ্গে দেখা হয়েছে মেসির। মেসির সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে ক্রিশ্চিয়ান ক্যাপশন দিয়েছেন, ‘গোটের সঙ্গে দেখা করে বেশ খুশি। ‘গোটের অর্থ গ্রেটেস্ট অব অল টাইম।
চলতি সপ্তাহের শনিবার (২৪ জুন) ৩৬ বছর পূর্ণ করেছেন মেসি। বিশ্বকাপ জয়ের পর প্রথম জন্মদিন উদ্যাপন করতে তিনি গেছেন রোজারিওতে। মেসিকে নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে দারুণভাবে স্বাগত জানানো হয়। রোজারিওর এস্তাদিও মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে এক প্রদর্শনী ম্যাচ খেলে নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাব ও আর্জেন্টিনা। মেসি এই ম্যাচে খেলেছেন আর্জেন্টিনার জার্সিতে। আর্জেন্টাইন এই তারকা ফুটবলার হ্যাটট্রিক করে জন্মদিন রাঙিয়েছেন নিজের মতো করে। এরপর পরিবারের সঙ্গে জন্মদিন উদ্যাপন করেছেন মেসি। পরিবারের সঙ্গে ছবি তুলে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তাঁদের সামনে টেবিলে রাখা জন্মদিনের কেকের ওপর হলুদ রঙে লেখা ছিল ৩৬। এমনকি বড় করে লেখা ৩৬ সংখ্যাটি ঝুলিয়ে দিয়েছেন। ঝুলিয়ে দেওয়া এই সংখ্যাটিও হলুদ রঙের। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার ক্যাপশন দিয়েছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা জানানোয় সবাইকে ধন্যবাদ। রোজারিওতে এরকম জন্মদিন উদ্যাপন খুব উপভোগ করছি। খুব ভালো লাগছে।’