গত নভেম্বরে ব্যালন ডি’অর পুরস্কার জেতেন লিওনেল মেসি। তবে গত রাতে অনুষ্ঠিত হওয়া ফিফা বর্ষসেরা পুরস্কার জিততে পারেননি এই পিএসজি তারকা। সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসিকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা পুরস্কার ‘দ্য বেস্ট’ জিতেছেন রবার্ট লেভানডফস্কি। মেসি দুটো পুরস্কারে ভাগ বসাতে না পারলেও পেরেছেন বার্সেলোনার অ্যালেক্সিয়া পুটেলাস।
মেয়েদের ব্যালন ডি’অর বিজয়ী অ্যালেক্সিয়া জিতেছেন মেয়েদের ফিফা বর্ষসেরা পুরস্কার ‘দ্য বেস্ট’ও। গত বছর বার্সার নারী দলের হয়ে দুর্দান্ত একটি বছর কাটান এই স্প্যানিশ নারী মিডফিল্ডার। কাতালান ক্লাবটির ট্রেবল জয়েও বড় অবদান তাঁর। এসবেরই পুরস্কার পেলেন অ্যালেক্সিয়া।