হোম > খেলা > ফুটবল

ইরান-ইসরায়েল সংঘাতে বিপাকে পড়েছেন ইরানি ফুটবলার

ক্রীড়া ডেস্ক    

বিপাকে পড়েছেন ইরানের মেহদি তারেমি। ছবি: সংগৃহীত

সবকিছু ঠিকঠাক থাকলে মেহদি তারেমি থাকতেন যুক্তরাষ্ট্রে। কারণ, ক্লাব বিশ্বকাপ খেলতে এখন তাঁর ক্লাব ইন্টার মিলান মার্কিন মুলুকে। তবে তারেমির যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ইরান-ইসরায়েল সংঘাত।

মন্টেরের বিপক্ষে ম্যাচ দিয়ে বুধবার ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু করবে ইন্টার মিলান। একটি ফ্লাইটে গতকাল তাঁর লস অ্যাঞ্জেলেসে ইন্টার মিলানের সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। তবে মন্টেরের বিপক্ষে ম্যাচটি তিনি মিস করছেন বলে গার্ডিয়ান, রয়টার্সসহ বিদেশি বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে। কারণ, তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইসরায়েল হামলা চালানোয় ইরান সাময়িকভাবে নিজেদের আকাশপথ বন্ধ রেখেছে। তারেমির ফ্লাইটটি তাই বাতিল হয়ে যায়।

ইরান-ইসরায়েল সংঘাতের কারণে তেহরান থেকে বের হতে পারেননি তারেমি। ইতালিয়ান গণমাধ্যম থেকে জানা গেছে, ক্লাব বিশ্বকাপ পুরোপুরি মিস করতে পারেন। কারণ, ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা দীর্ঘমেয়াদি সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে ইরানের আকাশপথ পুনরায় চালুর কোনো সম্ভাবনা নেই। আর ইন্টার মিলানের পক্ষ থেকে জানা গেছে, তারেমি নিরাপদেই আছেন।

ইরানের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতেই মূলত দেশে ফেরেন তারেমি। ১০ জুন তেহরানের আজাদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল উত্তর কোরিয়া-ইরান। ম্যাচটি ইরান জেতে ৩-০ গোলে। মোহাম্মদ মেহেদী মোহেবি, তারেমি ও আমিরহোসেন হোসেনজাদেহ ইরানের গোল তিনটি করেন। এর আগে গত ৩১ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পিএসজির কাছে ৫-০ গোলে হারিয়েছিল তারেমির ক্লাব ইন্টার মিলান। সেই ম্যাচে দলে থাকলেও ইন্টার মিলান তাঁকে বদলি হিসেবেও নামায়নি।

এবারের ক্লাব বিশ্বকাপে ইন্টার মিলান পড়েছে ‘ই’ গ্রুপে। গ্রুপের অপর তিন দল হচ্ছে মন্টেরে, রিভারপ্লেট ও উরাওয়া রেডস। গ্রুপপর্বের শেষ দুই ম্যাচ ইন্টার মিলান খেলবে উরাওয়া রেডস ও রিভারপ্লেটের বিপক্ষে। ইন্টার-উরাওয়া রেডস, ইন্টার-রিভারপ্লেট ম্যাচ দুটি হবে ২১ ও ২৬ জুন।

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ