হোম > খেলা > ফুটবল

কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই শীর্ষে, ব্রাজিলের অবনতি

রেকর্ড ১৬তম কোপা আমেরিকা জয়ের পর এখন আর্জেন্টিনার জয়জয়কার।  ফিফা র‍্যাঙ্কিংয়েও তারা শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের অবনতি হয়েছে র‍্যাঙ্কিংয়ে।

মায়ামির হার্ড রকে সোমবার কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা নিজেদের কাছেই রেখে দেয় আর্জেন্টিনা। কোপার ফাইনালের পর ফিফা আজ র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে। র‍্যাঙ্কিংয়ে আগের মতোই এক নম্বরে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দলের পয়েন্ট ১৯০১.৪৮। আগের চেয়ে ৪১.৩৪ পয়েন্ট বেশি পেয়েছে আলবিসেলেস্তেরা। বরাবরের মতো দুইয়ে অবস্থান করছে ফ্রান্স। দিদিয়ের দেশমের পয়েন্ট এখন ১৮৫৪.৯১। এক ধাপ নিচে নেমে ব্রাজিল এখন পাঁচ নম্বরে অবস্থান করছে। সেলেসাওদের পয়েন্ট ১৭৮৫.৬১। দরিভাল জুনিয়রের দল হারিয়েছে ৬.২৪ পয়েন্ট।  এবারের কোপায় উরুগুয়ের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যায় ব্রাজিল।   

ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর লম্বা লাফ দিয়েছে স্পেন। পাঁচ ধাপ এগিয়ে স্প্যানিশরা এখন ফিফা র‍্যাঙ্কিংয়ের তৃতীয় দল। লুইস দে লা ফুয়েন্তের দলের পয়েন্ট এখন ১৮৩৫.৬৭। নতুন হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ১০৫.৭৫ পয়েন্ট পেয়েছে স্পেন। ইউরো রানার্সআপ ইংল্যান্ড এখন এক ধাপ এগিয়ে চার নম্বরে অবস্থান করছে।  কোপা রানার্সআপ কলম্বিয়ারও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। তিন ধাপ এগিয়ে নেস্তর লরেনৎসোর দল ৯ নম্বরে উঠে এসেছে। আগের মতোই সাত ও দশ নম্বরে রয়েছে  নেদারল্যান্ডস ও ইতালি।  বেলজিয়াম ও পর্তুগাল রয়েছে ছয় ও আট নম্বরে। তিন ধাপ পিছিয়েছে বেলজিয়ানরা। পর্তুগিজরা পিছিয়েছে দুই ধাপ।

১৭ ধাপ এগিয়ে এখন ৩৭ নম্বরে উঠে এসেছে ভেনেজুয়েলা। হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছে লাতিন আমেরিকার দলটি। ৫৯.১৭ পয়েন্টে ভেনেজুয়েলার পয়েন্ট এখন ১৫০১.৪৬। সদ্য সমাপ্ত কোপা আমেরিকায় ভেনেজুয়েলা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠতে পেরেছে।  কোপায় সেমিফাইনালে ওঠা কানাডা আট ধাপ এগিয়ে এখন ৪০ নম্বরে অবস্থান করছে। এক ধাপ এগিয়ে বাংলাদেশ এখন র‍্যাঙ্কিংয়ে ১৮৪ নম্বরে। আগের মতোই তাদের পয়েন্ট ৮৯৬.৬৭।

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী