হোম > খেলা > ফুটবল

ফুটবল আমাকে সবকিছু দিয়েছে, বললেন পিকে 

আন্তর্জাতিক ফুটবলকে জেরার্ড পিকে বিদায় জানিয়েছেন অনেক আগেই। এবার সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন পিকে। আগামীকাল বার্সেলোনার জার্সিতে ক্যারিয়ারের শেষ ফুটবল ম্যাচ খেলবেন।

নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন পিকে। স্প্যানিশ এই ডিফেন্ডার বলেন, ‘ফুটবল আমাকে সবকিছু দিয়েছে। বার্সেলোনা আমাকে সবকিছু দিয়েছে। আপনারা কিউলাররা (বার্সেলোনা ভক্ত) সবকিছু দিয়েছেন।’

২০০৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেন পিকে। ২০০৮ থেকে শুরু হয় বার্সেলোনার ক্যারিয়ার। আর ৫ নভেম্বর ন্যু ক্যাম্পে আলমেরিয়ার বিপক্ষে লা-লিগায় খেলতে নামবেন।। তাতে বার্সার হয়ে ৬১৬ ম্যাচ খেলবেন পিকে। কাতালানদের জার্সিতে দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারে জিতেছেন ৩০টি শিরোপা, যার মধ্যে রয়েছে ৮টি লা-লিগা এবং ৩টি চ্যাম্পিয়নস লিগ। স্প্যানিশ এই ডিফেন্ডার বলেন, ‘আমি সব সময় বলেছি যে বার্সার পরে আর কোনো দল নেই। বার্সাই থাকবে।’

২০১৮ বিশ্বকাপের পরে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেন পিকে। স্পেনের জার্সিতে খেলেছেন ১০২ ম্যাচ, করেছেন ৫ গোল। স্পেনের ২০১০ বিশ্বকাপজয়ী দলে ছিলেন। আর ২০১২ উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন স্প্যানিশ এই ডিফেন্ডার।

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী