হোম > খেলা > ফুটবল

সৌদি প্রো লিগে হতাশ রোনালদো যা করলেন

হতাশায় মেজাজ হারানো ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে নতুন কিছু নয়। আন্তর্জাতিক ফুটবল তো বটেই, ক্লাব ফুটবলে প্রায় সময়ই তিনি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না। গতকাল কিং আব্দুল্লাহ স্পোর্টস স্টেডিয়ামে সৌদি প্রো লিগের ম্যাচে মেজাজ হারিয়ে ফেললেন রোনালদো।

সৌদি প্রো লিগে গতকাল আল-ইত্তিহাদের বিপক্ষে খেলেছিল আল-নাসর। রোমারিনহোর গোলে ১-০ গোলের জয় পায় আল-ইত্তিহাদ। তাতে আল-নাসরকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে আল ইত্তিহাদ। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এখন রোনালদোরা। ম্যাচ শেষে এই পরাজয় যেন রোনালদোর হতাশা বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এক সতীর্থ তাঁকে বুঝিয়েও হতাশা কমাতে পারেননি। টানেলে ঢোকার আগে রোনালদোর হতাশা আরও বেড়ে যায়। ডাগআউটের পাশে রাখা প্লাস্টিকের পানির বোতলে সজোরে লাথি মারেন তিনি। রাগান্বিত রোনালদো এরপর হাঁটতে হাঁটতে চলে যান টানেলের ভেতরে।

ম্যাচ শেষে রোনালদো অবশ্য আল-নাসরের ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। আল-নাসরের এই ফরোয়ার্ড টুইট করেছেন, ‘এই ফলে খুব হতাশ। কিন্তু আমরা এই মৌসুম আর এর পরে যে ম্যাচ রয়েছে, সেই ম্যাচগুলো নিয়ে ভাবছি। আমাদের সমর্থন দেওয়ায় আল-নাসর ভক্তদের ধন্যবাদ।’

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ