হোম > খেলা > ফুটবল

ছবি তুলতে চাওয়ায় টাকা চাইলেন গার্দিওলা

মাঠের খেলায় বিন্দুমাত্র ছাড় দেন না পেপ গার্দিওলা। নিয়ম শৃঙ্খলার কারণেই ফুটবলে কড়া শিক্ষক হিসেবে পরিচিত স্প্যানিশ কোচ। তবে মাঠের বাইরে বেশ আমুদে লোক তিনি। সংবাদ সম্মেলনে বেশ কয়েকবার তার পরিচয়ও দিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ। 

এবার আরেকবার রসিকতার পরিচয় দিলেন গার্দিওলা। গতকাল গাড়ি পার্কিং নিয়ে মজা করেছেন তিনি। ম্যানচেস্টারের এক ট্রাফিক প্রহরী তাঁর সঙ্গে ছবি তুলতে চাইলে বিনিময়ে টাকা চেয়েছেন সাবেক বার্সেলোনা কোচ। পরে এই ভিডিও দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। 

ভিডিওতে দেখা যায়, ম্যানচেস্টারের একটি ছোট রাস্তায় ডাবল হলুদ লাইনে গাড়ি পার্কিং করেছিলেন গার্দিওলা। কাজ শেষে গাড়ির কাছে ফিরে আসলে ট্রাফিক প্রহরী তাঁর সঙ্গে ছবি তুলতে চান। কিন্তু ছবি তোলার জন্য অর্থ দাবি করেন স্প্যানিশ কোচ। মজার ছলে তিনি বলেছেন, ‘তুমি ছবি তুলতে চাও? তবে এর জন্য তোমাকে টাকা দিতে হবে।’

গার্দিওলার এমন কথা শোনার পর ট্রাফিক প্রহরী হাসতে থাকেন। দুজনের কথোপকথনের সময় সাদা টি–শার্ট পরিহিত আরেক ব্যক্তিকেও হাসতে দেখা যায়। কথোপকথন শেষে গাড়িতে রাখা পার্কিং টিকিট নিয়ে বিদায় নেন গার্দিওলা। 

সাধারণত ডাবল হলুদ লাইনে গাড়ি পার্কিংয়ের কোনো নিয়ম নেই। রাখতে হলে অর্থ পরিশোধ করতে হয়। সর্বোচ্চ ৩ ঘণ্টা পর্যন্ত গাড়ি পার্কিং করা যায়। ম্যানচেস্টার সিটির কোচও গাড়ি পার্কিংয়ের জন্য টিকিটটি নিয়েছিলেন। যখন টিকিট সংগ্রহ করে বিদায় নেবেন ঠিক তখনই মজার ছলে প্রহরীর কাছে ছবি তোলার টাকা দাবি করেন ৫২ বছর বয়সী কোচ।

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো