হোম > খেলা > ফুটবল

ছেলে হারানোর দুঃখ এখনো ভুলতে পারছেন না রোনালদো

প্রিয়জনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু সহজে ভোলা যায় না। যেকোনো মানুষের জীবনে তা গভীরভাবে দাগ কেটে যায়। সময় যতই পেরিয়ে যাক, স্মৃতির পাতা থেকে তা মোছা যায় না কিছুতেই। ক্রিস্টিয়ানো রোনালদো তাই নিজের ছেলের মৃত্যু এখনো ভুলতে পারছেন না।

চলতি বছরের ১৮ এপ্রিলের ঘটনা। রোনালদোর সঙ্গী জর্জিনা রদ্রিগেজ যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন। যার একজন ছিল মেয়ে এবং একজন ছেলে। মেয়ে বেলা বেঁচে গেলেও ছেলে অ্যাঞ্জেল জন্মের সময়ই মারা যায়। সাত মাস পেরিয়ে গেলেও এখনো ছেলের অকালমৃত্যু তাড়িয়ে বেড়ায় রোনালদোকে। ছেলের মৃত্যুর পর রেখে দেওয়া ছাইয়ের সঙ্গে এখনো কথা বলেন।

পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে দু:সহ মুহূর্তের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রোনালদো। পর্তুগিজ এই তারকা ফুটবলার বলেন, ‘এটা খুবই কঠিন মুহূর্ত। সত্যি বলতে বুঝতে পারছিলাম না যে আমাদের সঙ্গে কি হচ্ছে। আমাদের জন্য সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল। বিশেষ করে, জিওর জন্য। এটা সত্যিই কঠিন ছিল। আপনি চাইবেন আপনার বাচ্চা সুস্থভাবে পৃথিবীতে আসুক। কিন্তু এমন কিছু (বাচ্চার মৃত্যু) সত্যি মেনে নেওয়া কঠিন। বাবা মারা যাওয়ার পর আমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা এটা।’

কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর। তবে পর্তুগালের বিশ্বকাপ মিশন শুরু হবে ২৪ নভেম্বর। নিজেদের প্রথম ম্যাচে রোনালদোদের প্রতিপক্ষ ঘানা। ২৮ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে পর্তুগাল। আর ২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পর্তুগিজরা।

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন