হোম > খেলা > ফুটবল

বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষা বাড়ছেই এলিটার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামতে পারবেন তো এলিটা কিংসলে? খেলতে পারবেন বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপের ম্যাচে?—এমন সব প্রশ্ন বেশ কিছুদিন ধরেই ঘুরছে বাংলাদেশের ফুটবলে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানালেন, সাবেক এই নাইজেরিয়ানের বিষয়ে এখন পর্যন্ত ইতিবাচক কোনো সাড়া ফিফার কাছ থেকে তারা পাননি। 

গত বছরের শুরুতে বাংলাদেশের নাগরিকত্ব পান নাইজেরিয়ান ফরোয়ার্ড এলিটা। বছরের মাঝামাঝি পান বাংলাদেশের পাসপোর্ট। গত সাফে তাঁকে খেলানোর পরিকল্পনা ছিল বাফুফের। ছিলেন প্রাথমিক দলেও। কিন্তু ফিফার ছাড়পত্র না পাওয়ায় এলিটাকে ছাড়াই শেষ পর্যন্ত মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে যান জামাল ভূঁইয়ারা। 

বাংলাদেশের হয়ে খেলতে পারবেন কিনা এলিটা, সেই প্রশ্নের উত্তর এখন ফিফার হাতে। বসুন্ধরা কিংসের এই ফরোয়ার্ডের ব্যাপারে বেশ কিছু ব্যাপারে ফিফার আপত্তি আছে বলে জানালেন বাফুফে সাধারণ সম্পাদক, ‘এলিটার ব্যাপারে আমরা বিভিন্ন সময়ে ফিফার সঙ্গে যোগাযোগ করেছি। জামাল, তারিক কাজীদের বিষয়টি যেমন সহজ ছিল। তাদের বাবা বা পূর্ব পুরুষ যেমন বাংলাদেশের নাগরিক ছিল। কিন্তু এলিটার বিষয়টা সহজ না, তার কেউই বাংলাদেশের নয়। এলিটা নাইজেরিয়ান নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশের নাগরিক হয়েছে। অনেক দেশে এসব ব্যাপারে অনেক কাজ হয়েছে। ফিফা এসব ব্যাপারে অনেক কিছু দেখে বুঝে সীদ্ধান্ত নিতে চায়। তারা দেখছে শুধু জাতীয় দলে খেলার জন্য এলিটা নাগরিকত্ব পাল্টেছে কিনা।’ 

এলিটার বিষয়ে সিদ্ধান্ত জাতীয় দল কমিটির পরবর্তী সভায় নেওয়া হবে বলে জানিয়েছেন আবু নাঈম সোহাগ। বলেছেন, ‘এখনও পর্যন্ত ফিফার কাছ থেকে কোন সদুত্তর পাই নি। জাতীয় দল কমিটির পরবর্তী সভায় পুরো বিষয়ে আলোচনা হবে।’

মেসিকে বিশ্বকাপের টিকিট উপহার দিলেন জয় শাহ

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

ম্যাচ জিতেও অসন্তুষ্ট রিয়াল কোচ

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি