হোম > খেলা > ফুটবল

রোনালদোকে পিএসজির দরকার নেই

চ্যাম্পিয়নস লিগ খেলার আশায় বুঁদ হয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সে কারণে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার ইচ্ছে অনেক আগেই জানিয়ে দিয়েছেন তিনি। 

রোনালদোর সবুজ সংকেত পেয়েই তাঁর জন্য নতুন ক্লাব খোঁজা শুরু করে দেন হোর্হে মেন্দেস। মিনো রাইওলার মৃত্যুর পর ‘নতুন সুপার এজেন্ট’ তকমা পাওয়া মেন্দেস সর্বশেষ প্রস্তাব নিয়ে গিয়েছিলেন প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। কিন্তু তাঁর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। 

পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি ও নতুন ক্রীড়া পরিচালক লুইস কাম্পোসের সঙ্গে মেন্দেস দেখা করতে গেলে তাঁরা সাফ জানিয়ে দেন, এই মুহূর্তে রোনালদোকে পিএসজির দরকার নেই। উচ্চ বেতনভোগী কোনো খেলোয়াড়কে কেনা তাদের পক্ষে সম্ভব নয় বলেও জানায় ক্লাব কর্তৃপক্ষ। 

রোনালদোকে না কেনার পেছনে পিএসজির নতুন কোচ ক্রিস্তফ গালতিয়ের চাওয়াও কাজ করেছে। লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পেকে দিয়েই নতুন মৌসুমে আক্রমণভাগ সাজাচ্ছেন গালতিয়ে। ত্রিফলার কোনো একজনকে বসিয়ে রোনালদোকে খেলানোর কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছিলেন না তিনি। 

তা ছাড়া মেসিও কদিন আগে নাকি পিএসজি কর্তৃপক্ষকে জানিয়েছেন, রোনালদো এলে ক্লাব ছেড়ে চলে যাবেন তিনি। 

পিএসজিই রোনালদোকে ‘না’ বলে দেওয়া প্রথম ক্লাব নয়। এর আগে বায়ার্ন মিউনিখও তাঁর প্রস্তাব নাকচ করে দিয়েছে। চেলসিতে যাওয়ার জোর গুঞ্জন উঠলেও দলটির কোচ থমাস টুখেলও এরই মধ্যে পর্তুগিজ ফরোয়ার্ডকে নিয়ে নিজের অনাগ্রহের কথা জানিয়েছেন।

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ