হোম > খেলা > ফুটবল

‘পেলের আগে ফুটবল ছিল শুধুই একটা খেলা’

কিছুদিন আগে বিশ্বকাপে অংশ নেওয়া ফুটবলারদের শুভেচ্ছা জানিয়েছেন পেলে। আর আজ ব্রাজিলিয়ান কিংবদন্তি পাচ্ছেন ফুটবলারদের কাছে শেষ শ্রদ্ধা। না ফেরার দেশে চলে যাওয়ায় পুরো বিশ্ব তাঁকে জানাচ্ছে অনিঃশেষ শ্রদ্ধা।

সামাজিক যোগাযোগমাধ্যমে পেলের আইকনিক ছবির সঙ্গে নিজের ছবি দিয়ে মেসি লিখেছেন, ‘শান্তিতে ঘুমান পেলে।’

পেলেকে নিয়ে নেইমার লিখেছেন, ‘পেলের আগে ১০ নম্বর ছিল শুধুই একটি সংখ্যা। বাক্যটি আমার জীবনের কোনো এক সময় কোথায় পড়েছি। বাক্যটি অসম্পূর্ণ হলেও সুন্দর ছিল। বলতে চাই, পেলের আগে ফুটবল ছিল শুধুই একটা খেলা। পেলে সবকিছু বদলে দিয়েছেন। তিনি ফুটবলকে শিল্পে ও আনন্দে পরিণত করেছেন। তিনি দরিদ্রদের, কৃষ্ণাঙ্গ এবং বেশির ভাগ লোককে কণ্ঠস্বর দিয়েছেন। ব্রাজিলিয়ানদের দৃশ্যমান করেছেন। ফুটবল ও ব্রাজিলের মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য রাজাকে ধন্যবাদ। তিনি চলে গেলেন, কিন্তু তাঁর জাদু রয়ে গেল। পেলে চিরন্তন।’

ক্রিস্টিয়ানো রোনালদো লিখেছেন,‘পুরো ব্রাজিলের প্রতি আমার গভীর সমবেদনা। বিশেষ করে এডসন অরান্তেস দো নাসিমেন্তোর পরিবারের প্রতি। ফুটবলের শাশ্বত রাজার বিদায়ে ফুটবল বিশ্ব যে ব্যথা অনুভব করছে, তা প্রকাশের অযোগ্য। তিনি লাখো মানুষের অনুপ্রেরণা। আজ, কাল এবং চিরদিনের জন্য তিনি দৃষ্টান্ত। আমাকে যে সব সময় যে ভালোবাসা দেখিয়েছেন তা প্রতি মুহূর্তে আমরা দূর থেকে ভাগ করেছি। তিনি কখনো বিস্মৃত হবেন না। আমাদের মতো ফুটবলপ্রেমীদের স্মৃতিতে সব সময় থেকে যাবেন তিনি। শান্তিতে বিশ্রাম নিন রাজা পেলে।’

আরেক ব্রাজিলিয়ান কাসেমিরো লিখেছেন, ‘শান্তিতে ঘুমান পেলে। ফুটবল ও ব্রাজিলকে যে গৌরব এনে দিয়েছেন সে জন্য ধন্যবাদ। আপনার উত্তরাধিকার চিরন্তন।’

কিলিয়ান এমবাপ্পে লিখেছেন, ‘ফুটবলের রাজা আমাদের ছেড়ে চলে গেছেন। তবে তার কীর্তি কখনো বিস্মৃত হবে না। শান্তিতে ঘুমান রাজা।’

রাহিম স্টার্লিং লিখেছেন,‘শান্তিতে ঘুমান কিংবদন্তি।’

জেমি ভার্ডি লিখেছেন,‘একজন কিংবদন্তিকে হারাল ফুটবল বিশ্ব। শান্তিতে ঘুমান পেলে।’

ম্যানচেস্টার ইউনাইটেড লিখেছে, ‘শান্তিতে ঘুমান পেলে। সারা বিশ্বের সমর্থকদের আনন্দ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’

জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার মেসুত ওজিল লিখেছেন, ‘ফুটবলের অন্যতম সেরা কিংবদন্তি শান্তিতে বিশ্রাম নিন। আপনার উত্তরাধিকার চিরকাল বেঁচে থাকবে। নিশ্চিত যে, ম্যারাডোনা ও পেলের ‘হেভেন এএফসি’ চিরকালের জন্য অজেয় থাকবে।’

আরও পড়ুন:

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক