মরক্কোতে ক্লাব বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহও হয়নি। এরই মধ্যে পরবর্তী ক্লাব বিশ্বকাপের আয়োজকের নাম ঘোষণা করেছে ফিফা। ২০২৩ ক্লাব বিশ্বকাপ হবে সৌদি আরবে।
এ বছরের ১২ থেকে ২২ ডিসেম্বর সৌদি আরবে হবে ক্লাব বিশ্বকাপের ২০ তম মৌসুম। ব্রাজিল, জাপান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মরক্কোর পর ষষ্ঠ দেশ হিসেবে ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। প্রথমবার টুর্নামেন্ট আয়োজন করতে যাওয়ায় দেশটির ক্রীড়ামন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল বলেন, ‘বিশ্বের সেরা ফুটবল ক্লাব ও তাদের ভক্তদের সৌদি আরবে স্বাগত জানাতে পেরে আমরা ভীষণ রোমাঞ্চিত। আমরা কেমন প্রতিযোগিতা করতে পারি, তা ভক্তরা দেখেছেন। এখন দেখিয়ে দিতে চাই যে আমরাও বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করতে পারি।’
ক্লাব বিশ্বকাপ শুরু হয় ২০০০ সালে। এ পর্যন্ত অনুষ্ঠিত ১৯ মৌসুমের মধ্যে সর্বোচ্চ পাঁচবার জিতেছে রিয়াল মাদ্রিদ। আল হিলালকে ৫–৩ গোলে হারিয়ে সর্বশেষ শিরোপাও জেতে লস ব্লাঙ্কোসরা। সৌদির প্রথম ক্লাব হিসেবে ফাইনালে উঠে ইতিহাস গড়েছিল আল-হিলাল।