হোম > খেলা > ফুটবল

মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন বার্সেলোনার বিস্ময় বালক

স্পেন দলে ডাক পেয়েই রেকর্ড গড়েছেন লামিনে ইয়ামাল। স্পেনের হয়ে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ডাক পেয়েছেন বার্সেলোনা বিস্ময় বালক। আজ মাঠে নামলেই আরও বড় রেকর্ড গড়বেন ১৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। 

জর্জিয়ার বিপক্ষে রাতে মাঠে নামলেই স্পেনের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হবেন ইয়ামাল। ১৬ বছর ১ মাস ২৬ দিন বয়সে রেকর্ডটি নিজের করে নেবেন। বর্তমানে রেকর্ডটির মালিক তাঁর ক্লাব ও জাতীয় দলের সতীর্থ গাভি। ২০২১ সালে ইতালির বিপক্ষে ১৭ বছর ৬২ দিনে বয়সে স্পেনের হয়ে অভিষেক হয়েছিল এই ফরোয়ার্ডের। 

আজ রাতে রেকর্ডটা নিজের করে নিতে না পারলেও পরে ম্যাচে সুযোগ থাকছে ইয়ামালের। আগামী ১৩ সেপ্টেম্বর স্পেন ইউরো বাছাইয়ের দ্বিতীয় ম্যাচ খেলবে সাইপ্রাসের বিপক্ষে। সেই ম্যাচে অভিষেক হলেও রেকর্ডটি ইয়ামালেরই হবে। গাভির সঙ্গে তাঁর বয়সের পার্থক্য প্রায় এক বছরের মতো আছে। 

স্পেনের হয়ে এই রেকর্ড গড়ার আগেই অবশ্য ক্লাব ফুটবলে রেকর্ড গড়েছেন ইয়ামাল। ১৫ বছর ২৯০ দিন বয়সে রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নেমে সর্বশেষ মৌসুমেই বার্সেলোনার সর্বকনিষ্ঠ ফুটবলার হয়েছেন।

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ