হোম > খেলা > ফুটবল

‘অন্যরা কী ভাবল, তা নিয়ে আমি চিন্তিত না’

পিয়ার্স মরগানকে সাক্ষাৎকার দিয়ে বেশ তোপের মুখেই পড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রচুর সমালোচনা শুনতে হয়েছে রোনালদোকে। এবার এই ঘটনার ব্যাপারে মুখ খুললেন তিনি। পর্তুগিজ এই উইঙ্গার জানিয়েছেন, অন্যদের চিন্তা ভাবনাকে তিনি মোটেও পাত্তা দেন না।

ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে কদিন আগে পিয়ার্স মরগানকে বিশাল সাক্ষাৎকার দিয়েছিলেন রোনালদো। এরিক টেন হাগ, ওয়েন রুনি, গ্যারি নেভিলরা ছিলেন সমালোচনার বিষয়বস্তু। মালিকপক্ষ গ্লেজার্সকেও ধুয়ে দিয়েছিলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। বিশ্বকাপ মিশন শুরুর আগে কাতারে আজ সংবাদ সম্মেলনে এই ব্যাপারে কথা বলেন রোনালদো। পর্তুগিজ তারকা ফুটবলার বলেন, ‘কখনো আপনি সত্যি লিখবেন, কখনো মিথ্যা কথা লিখবেন। অন্যরা কী ভাবল, তা নিয়ে আমি চিন্তা করি না। সবাই জানে আমি কেমন।’

রোনালদো আরও বলেন, ‘টাইমিং তো টাইমিংই। আপনার দিক থেকে আপনি টাইমিং সম্পর্কে বলতে পারেন।’

ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল সবখানেই রেকর্ড গড়ে চলেছেন রোনালদো। ক্লাব ক্যারিয়ারে ৯৪৯ ম্যাচে করেছেন ৭০১ গোল, অ্যাসিস্ট করেছেন ২২৩ গোলে। আর আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনালদো। পর্তুগালের জার্সিতে ১৯১ ম্যাচে করেছেন ১১৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৪৩ গোলে।

এবারের বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে পড়েছে পর্তুগাল। ২৪ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে পর্তুগিজদের প্রতিপক্ষ ঘানা। ২৮ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে পর্তুগাল। আর ২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পর্তুগিজরা।

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক

জাদুকরি এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ কোচ, বার্সার আরও কাছে রিয়াল

সিঙ্গাপুর-হংকং-ভারত ম্যাচ থেকে ৪ কোটি টাকার বেশি আয় বাফুফের

প্রিমিয়ার লিগে গোলের ‘সেঞ্চুরিতে’ দ্রুততম হালান্ড

আতলেতিকোর বিপক্ষে বার্সার জয় ‘মৌসুমের সেরা ম্যাচগুলোর একটি’

হামজায় অনুপ্রাণিত হয়ে মারিয়ার এমন গোল