হোম > খেলা > ফুটবল

বাংলাদেশকে সাফ জেতানো কোচের শাস্তি চায় বসুন্ধরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক মাসও হয়নি কোচ মারুফুল হকের অধীনে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপাজয়ের। এবার তাঁর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছে বসুন্ধরা কিংস। মারুফুলের উপযুক্ত শাস্তি দাবি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠিও দিয়েছে ফুটবল ক্লাবটি। আজ বসুন্ধরা কিংস সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। 

বাফুফেকে পাঠানো কিংসের সেক্রেটারি বিদ্যুৎ কুমার ভৌমিক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের জন্যই বুয়েট মাঠে নিয়মিত অনুশীলন করাচ্ছেন মারুফুল। যে দলে রয়েছে বসুন্ধরা কিংসের ছয় ফুটবলার। কিন্তু কিংস তাদের চার ফুটবলারকে না পাঠিয়ে শুধু দুজনকে অনুশীলনের অনুমতি দিয়েছে। এতেই রেগে যান কোচ। তিনি চেয়েছেন সব ফুটবলারকে। কিন্তু সবাইকে না পাওয়ায় বসুন্ধরা কিংসের ফুটবলারদের ছাড়াই অনুশীলন শুরু করেছেন। 

মূলত চোটের কথা বিবেচনায় এবং তাদের নতুন কোচ ভ্যালেরিউ তিতার সঙ্গে খেলোয়াড়দের অনুশীলনের জন্য ধাপে ধাপে ফুটবলারদের ছাড়ার সিদ্ধান্ত নেয় কিংস। কোচ মারুফুলের অধীনে ক্লাবটির কোনো ফুটবলারকে বয়সভিত্তিক, সিনিয়র ও নারী দলের ক্যাম্পে যোগ দিতে দেওয়া হবে না বলেও উল্লেখ করা হয় চিঠিতে। 

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘আমরা কিংসের চিঠি পেয়েছি। চেষ্টা করছি সুষ্ঠুভাবে এটার সমাধান করে দিতে।’ কোচ মারুফুল অবশ্য আপাতত এই চিঠি নিয়ে কথা বলতে চান না।

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি