হোম > খেলা > ফুটবল

রোনালদোর চোখধাঁধানো গোলে শীর্ষে ওঠার আরও কাছে আল নাসর

আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল, ক্রিস্টিয়ানো রোনালদো মানেই দুর্দান্ত পারফরম্যান্স। নিজে গোল করছেন, সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেন। বয়স যা-ই হোক, পর্তুগিজ তারকা ফরোয়ার্ড ছুটে চলেছেন দুরন্ত গতিতে। গত রাতে তাঁর অসাধারণ দুটি গোলে আল নাসর পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠার আরও কাছে পৌঁছেছে। 

সৌদি প্রো লিগে আল আওয়াল পার্ক স্টেডিয়ামে গত রাতে সৌদি প্রো লিগে আল নাসরের প্রতিপক্ষ ছিল আল আখদৌদ। ১৩ মিনিটে প্রথম গোলের দেখা পেয়ে যায় আল নাসর। ডিফেন্ডার সুলতান আল ঘান্নামের অ্যাসিস্টে গোল করেন আল নাসরের মিডফিল্ডার সামি আল নাজেই। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে। এই ম্যাচে রোনালদোকে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৭৭ মিনিট পর্যন্ত। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের এক সতীর্থের গোল ফিরিয়ে দিয়েছেন আল আখদৌদ গোলরক্ষক। ফিরতি সুযোগে বল চলে যায় রোনালদের পাশে। এরপর বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড। ম্যাচে রোনালদো তাঁর দ্বিতীয় গোল পেয়েছেন ৩ মিনিট পর। এবার আল নাসরের এক খেলোয়াড়ের গোলের চেষ্টা প্রথম প্রতিহত করেছেন আল আখদৌদ গোলরক্ষক। এরপর বল রোনালদোর পায়ে গেলে দুর্দান্ত এক দূরপাল্লার শটে গোল করেন তিনি।

পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের জোড়া গোলে আল আখদৌদকে ৩-০ গোলে হারিয়েছে আল নাসর। ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে ম্যাচের কিছু মুহূর্তের ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘সপ্তাহের শেষটা দারুণ।’ এই জয়ে ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় আল নাসর রয়েছে ২ নম্বরে। শীর্ষে থাকা আল হিলালের ১৩ ম্যাচ খেলে পয়েন্ট ৩৫। 

আল নাসরের হয়ে ২০২৩-২৪ মৌসুমে ১৮ ম্যাচ খেলে রোনালদো করেছেন ১৮ গোল এবং ৯ গোলে অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে সৌদি প্রো লিগে ১৫ গোল করে এবারের মৌসুমের সর্বোচ্চ গোলদাতা এখন পর্যন্ত তিনি। আর সৌদি ক্লাবটির হয়ে সব মিলে ৩৭ ম্যাচে তিনি করেছেন ৩২ গোল এবং ১১ গোলে অ্যাসিস্ট করেছেন।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার