হোম > খেলা > ফুটবল

আমরা শিরোপার কাছাকাছি এসেছি, বলছেন জাভি

আন্তর্জাতিক বিরতির জন্য ক্লাব ফুটবল ১০ দিন বন্ধ থাকলেও বার্সেলোনার পারফরম্যান্সে ছেদ পড়েনি। বিরতির পর গতকাল প্রথম ম্যাচ খেলতে নেমে এলচেকে উড়িয়ে দিয়েছে তারা।

এলচের মাঠেই প্রতিপক্ষকে ৪-০ গোলে হারিয়ে মৌসুমের শেষটাও দুর্দান্ত শুরু করল বার্সা। শিষ্যদের এমন পারফরম্যান্সে খুশি দলের কারিগর। বার্সেলোনা কোচ জাভির মতে, আমরা যে দল হিসেবে খেলেছি তা দেখিয়েছি এবং চ্যাম্পিয়নশিপের কাছাকাছি এসেছি।

গতকাল ম্যাচ শেষে এমনটি জানিয়েছেন জাভি। ৪৩ বছর বয়সী কোচ বলেছেন, ‘এটি একটি দুর্দান্ত রাত ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ভালো খেলেছি। তারা (শিষ্য) উচ্চপর্যায়ের খেলা উপহার দিয়েছে। আমরা ১৫ পয়েন্টে এগিয়ে থাকায় চ্যাম্পিয়নশিপের এক হাত দূরে। আমার শিরোপার কাছাকাছি এসেছি। দেখিয়েছি যে আমরা একটি দল।’

এলচের বিপক্ষে গতকাল গোল উৎসব শুরু করেন রবার্ট লেভানডোভস্কি। ২০ মিনিটে প্রথম গোলটি করেন এই পোলিশ স্ট্রাইকার। পরে আরও একটি গোল করেছেন তিনি। জোড়া গোলে এই মৌসুমে লা লিগায় ১৭ গোল করেছেন এই নাম্বার নাইন।

লেভার দ্বিতীয় গোলের আগে পরে গোল করেছেন আনসু ফাতি ও ফেরান তোরেস। ১৪ ম্যাচ পর গতকাল ৫৬ মিনিটে প্রথম গোল করলেন ফাতি। সময়ের হিসেবে গত অক্টোবরের পর। আর প্রতিপক্ষের জালে ৭০ মিনিটে শেষ গোলটি করেন তোরেস।

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ