অবসরে ভিডিও গেমস খেলতে পছন্দ করেন অনেকেই। সুযোগ পেলে অনেকেই মোবাইল ফোনে ও কম্পিউটারে গেমস খেলেন। আর্লিং হালান্ডও তেমনই একজন। যদিও তিনি গেমসের নাম বলতে একটু বিব্রত বোধ করছেন।
গত রাতে হালান্ড নিজের ইনস্টাগ্রামে ভিডিও গেমস খেলার ছবি পোস্ট করেন। ম্যানচেস্টার সিটির এই তারকা মাইনক্র্যাফট খেলছিলেন। গেমসের ওপর ‘স্কয়াড’ নামের হ্যাশট্যাগ দিয়েছেন। হালান্ডের ভিডিও গেমস খেলার স্ক্রিনশট ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। কদিন আগে তাঁকে জিজ্ঞেস করা হলেও অবশ্য তিনি তখন গেমসের নাম বলেননি। ম্যানসিটির এই স্ট্রাইকার তখন বলেন, ‘আমি এখন বাড়িতে গিয়ে ভিডিও গেমস খেলব এবং তারপর কথা বলব। গেমসের নাম আমি বলতে পারব না। এটা বলতে আমি বিব্রত বোধ করছি।’