হোম > খেলা > ফুটবল

জাপানে শেষ ম্যাচ খেলার দিন কাঁদলেন ইনিয়েস্তা 

ভিসেল কোবে ছাড়ার কথা আগেই জানিয়েছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। গতকাল জাপানি ক্লাবটির হয়ে খেললেন শেষ ম্যাচ। শেষ ম্যাচ খেলার দিন কেঁদেছেন স্পেনের বিশ্বজয়ী এই ফুটবলার।

২০১৮ সালে বার্সেলোনা থেকে ভিসেল কোবেতে আসেন ইনিয়েস্তা। গতকাল ভিসেল কোবেতে পাঁচ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন স্প্যানিশ এই মিডফিল্ডার। মিসাকি পার্ক স্টেডিয়ামে জে ওয়ান লিগে মুখোমুখি হয়েছিল ভিসেল কোবে-কনসাডোল সাপোরো। স্পেনের বিশ্বজয়ী ফুটবলারের শেষ ম্যাচের দিন স্টেডিয়ামের বিলবোর্ডে ‘ইনিয়েস্তা কো এইট ই ফরেভার’ লেখা ছিল। শেষ ম্যাচের দিন তাঁকে ফুল দেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে। স্প্যানিশ এই ফুটবলারকে শূন্যে ছুড়ে উদ্‌যাপন করেন ক্লাবের সদস্যরা। এসব দেখে চোখের জল ধরে রাখতে পারেননি ইনিয়েস্তা, ‘এখানে আসার প্রথম দিন থেকেই অনেক ভালোবাসা ও সম্মান পেয়েছি। এসব স্মৃতি আজীবন মনে থাকবে। খেলোয়াড় ও ব্যক্তি হিসেবে নিজেকে পূর্ণরূপে গড়ে তুলতে পেরেছি এখানে এসেই। সে জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। মাঠ ও মাঠের বাইরে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলাম। আশা করি, আপনারাও আমার মতো গর্ব অনুভব করেছেন ক্লাবকে নিয়ে।’

আন্তর্জাতিক ফুটবলে শেষ ম্যাচ ইনিয়েস্তা খেলেন ২০১৮ সালে। স্পেনের জার্সিতে ২০১০ বিশ্বকাপ এবং ২০০৮, ২০১২—এই দুবার ইউরো জিতেছেন তিনি। ক্লাব ক্যারিয়ারেও জিতেছেন অসংখ্য শিরোপা। বার্সেলোনার জার্সিতে ৯ বার লা লিগা ও চারবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি। ভিসেল কোবের হয়ে ২০১৯ এমপেররস কাপ ও ২০২০ জাপানিজ সুপার কাপ জেতেন তিনি। তবু পেশাদার ফুটবলে ক্যারিয়ার শেষ করবেন কবে তা এখনো জানাননি তিনি, ‘মাঠ থেকেই আমি বিদায় নিতে চাই। পরবর্তী সিদ্ধান্ত নিতে প্রস্তুত আমি।’

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ