হোম > খেলা > ফুটবল

রোনালদো বলছেন, কাজ এখনো শেষ হয়নি

আল নাসরের আগের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্রাম দেওয়া হয়েছিল। দলও জিততে পারেনি। অবশেষে গতকাল আল নাসরের জার্সিতে ম্যাচ খেললেন তিনি। মাইলফলকের ম্যাচটা তিনি রাঙিয়েছেন নিজের মতো করে। তবু তিনি যেন ‘তৃপ্ত’ হতে পারছেন না। 

আল আওয়াল পার্কে সৌদি প্রো লিগে গত রাতে মুখোমুখি হয় আল নাসর ও আল রিয়াদ। এই ম্যাচ ছিল রোনালদোর পেশাদার ফুটবল ক্যারিয়ারের ১২০০তম ম্যাচ। তাঁর ১২০০তম ম্যাচে আল নাসর জয় পেয়েছে ৪-১ ব্যবধানে। ম্যাচটিতে বেশ দাপট দেখিয়ে খেলেছে তারা। ৬৭ শতাংশ বল দখলে রেখেছিল এবং প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করেছিল ৮টি শট। অন্যদিকে আল রিয়াদ ৩৩ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ১টি শট। আল নাসরের দুটি গোলে রোনালদোর অবদান রয়েছে। ৩১ মিনিটে আল নাসরের প্রথম গোলটা সাদিও মানের অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন রোনালদো। এরপর দলের দ্বিতীয় গোলেও অবদান রেখেছেন রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অ্যাসিস্টে হেডে লক্ষ্যভেদ করেন ওতাভিও। এরপর ৬৭ মিনিটে দলের তৃতীয় গোল করেন তালিসকা। অতিরিক্ত সময়ের ৪ মিনিটে আল নাসরের চতুর্থ গোলটা তিনিই করেন।

৪-১ গোলের জয়ে আল নাসর সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার দুইয়েই রয়েছে। ১৬ ম্যাচে দলটির পয়েন্ট ৩৭। মাইলফলকের ম্যাচে আল নাসরের বড় জয়ের পর নিজের প্রতিক্রিয়া রোনালদো জানিয়েছেন সামাজিক মাধ্যমে। দুর্দান্ত পারফর্ম করার পরও অনেক কাজ বাকি রয়েছে বলে মনে করেন তিনি। ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে রোনালদো লিখেছেন, ‘৩ পয়েন্ট বেশি পেলাম। সতীর্থদের ধন্যবাদ, যারা আমাকে ১২০০তম ম্যাচ খেলতে সাহায্য করেছে। কী সুন্দর যাত্রা! তবে কাজ এখনো শেষ হয়নি।’ 

রোনালদোর ১২০০ ছাপিয়েও সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক পিটার শিলটনের। কোনো পরিসংখ্যান বলছে, শিলটন পেশাদার ক্যারিয়ারে ১৩৯০ ম্যাচ খেলেছেন। তবে শিলটন তাঁর এক্স হ্যান্ডেলে সংখ্যাটা ১৩৮৭ বলেছেন। আর আন্তর্জাতিক ফুটবলে ২০৫ ম্যাচ খেলে এখানে সবার ওপরে রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড ছাড়া আর কারও আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলার রেকর্ড নেই।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার