হোম > খেলা > ফুটবল

এল ক্ল্যাসিকোয় শিষ্যদের সাহসী থাকতে বললেন জাভি

স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদকে হারিয়েই বার্সেলোনার কোচিং ক্যারিয়ারে প্রথম ট্রফি জিতেছেন জাভি হার্নান্দেজ। এবার আরেকটি শিরোপা জয়ের সুযোগের পথে বাধা রিয়াল। আজ রাতে কোপা দেল রের সেমিফাইনালে লস ব্ল্যাংকোসদের মুখোমুখি হবে বার্সা। ফলে বাড়তি আরেকটি এল ক্ল্যাসিকো দেখার সুযোগ পাচ্ছেন সমর্থকেরাও।

সেমির প্রথম লেগের ম্যাচটি হবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। এতে নিশ্চিত বাড়তি প্রেরণা পাবেন লস ব্ল্যাংকোসদের খেলোয়াড়েরা। আজকে প্রতিপক্ষদের অনেক কিছুতেই বাড়তি সুবিধা পাওয়ার সুযোগ থাকলেও নিজের শিষ্যদের উদ্বুদ্ধ করে স্মৃতি রোমন্থন করেছেন জাভি। রিয়ালের মাঠে শিষ্যদের সাহসী থাকতে বলেছেন তিনি। 

ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, ‘সান্তিয়াগো বার্নাব্যু আমাকে সব সময় রোমাঞ্চিত করে। মাঠটিকে ভালোবাসি এবং খেলতে পছন্দ করি। এটি দুর্দান্ত এক অনুভূতি। এ কারণেই আমার খেলোয়াড়দের বলেছি তাদের সাহসী হতে হবে।’ 

সর্বশেষ এল ক্ল্যাসিকোয় রিয়ালকে হারালেও আজকের ম্যাচ বার্সার জন্য বেশ কঠিন। শিষ্যদের যতই সাহসী থাকতে বলুক না কেন, আজ স্কোয়াডের সেরা তিন তারকাকে পাচ্ছেন না জাভি। চোটে আগেই জানা গিয়েছিল ওসমান দেম্বেলে ও পেদ্রি খেলতে পারবেন ধ্রুপদি এই লড়াইয়ে। আর লিগের সর্বশেষ ম্যাচে চোট আলমেরিয়ার বিপক্ষে চোট পাওয়ায় সতীর্থদের সঙ্গী হয়েছেন রবার্ট লেভানডফস্কি। চলতি মৌসুমে এখন পর্যন্ত দলের সর্বোচ্চ গোলদাতা পোলিশ তারকা। 

শীর্ষ তিন তারকা না থাকলেও আজকে জয়ের সুযোগ আছে বলে জানিয়েছেন জাভি। তিনি বলেছেন, ‘আমরা ভালো ছন্দে আছি। আমাদের কাছে আরও একটি শিরোপা জয়ের সুযোগ রয়েছে। এবার ম্যাচে প্রতিক্রিয়া জানানোর সুযোগ। আমরা জয়ের জন্য লড়ব এবং আমাদের পারফরম্যান্স দেখাব।’ 

ম্যাচটি শুরু হবে আজ রাত ২টায়। আজকের ম্যাচ ছাড়াও এই মৌসুমে আরও দুটি এল ক্ল্যাসিকোয় মুখোমুখি হবে বার্সা-রিয়াল। সেমির ফিরতি লেগ হবে ৫ এপ্রিল ন্যু ক্যাম্পে। কোপা দেল রের সেমির মাঝে ১৯ মার্চ লা লিগার বাকি এল ক্ল্যাসিকোতেও মুখোমুখি হবে দুই দল। 

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক