হোম > খেলা > ফুটবল

আল নাসরের ম্যাচের আগে এ কোন রোনালদো 

‘যেমন খুশি তেমন সাজো’-স্কুলজীবনে, বিশেষ করে প্রাথমিক স্কুলে এমন প্রতিযোগিতা হয়ে থাকে হরহামেশাই। প্রতিযোগিতার দিনে ছাত্রছাত্রীরা নানারকম পোশাক পরেন। ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখে অনেকেরই হয়তো সেই প্রতিযোগিতার কথা মনে পড়েছে। 

কেএসইউ ফুটবল ফিল্ডে সৌদি প্রো লিগে আজ রাতে খেলবে আল নাসর ও আল আহলি। এই ম্যাচের আগে গত রাতে আল নাসর তাদের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও আপলোড করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, তিন জন লোক আল নাসরের ফুটবল ক্লাবে গেছেন। সেখানে তারা তিনজন মিলে শিরোপা দেখছিলেন। তার মধ্যে দুজন ক্লাবের গ্যালারিতে থাকা ছবি দেখতে থাকেন। সেই দুজনকে তারা ডেকে নিয়ে যান অন্য এক ঘরে। সেখানে সৌদি যুবরাজের রাজকীয় পোশাকে সেজেছেন আল নাসরের ফুটবলাররা। ফুটবলারদের মধ্যে ছিলেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডের হাতে ছিল তরবারি। সৌদি ক্লাবটি ক্যাপশন দিয়েছে, ‘আমরা সবাই এক পতাকার জন্য।’ এর পর তারা সৌদি আরবের পতাকা জুড়ে দিয়েছে। এরপরের বাক্যে ক্লাবটি লিখেছে, ‘আমরা স্বপ্ন দেখি ও অর্জন করি।’ 

আল নাসরের হয়ে এ বছর সময়টা ভালোই যাচ্ছে রোনালদোর। গত মাসে শেষ হওয়া আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে জিতেছে আল নাসর। যা দলটির ইতিহাসে প্রথম কোনো মেজর শিরোপা। ৬ ম্যাচে ৬ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ছিলেন পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ড। আর সৌদি প্রো লিগে ৫ ম্যাচে করেছেন ৭ গোল ও ৪ গোলে অ্যাসিস্ট করেছেন। ৬ ম্যাচে ৪ ম্যাচ জিতে ১২ পয়েন্টে পয়েন্ট তালিকার চারে আছে আল নাসর। প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করেছিল সৌদি আরবের দল।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার