হোম > খেলা > ফুটবল

বড়দিনে গাজাবাসীকে মনে রাখার আহ্বান সালাহর

বিশ্বে ঝাঁক জমকের সঙ্গে পালন হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড় উৎসব ক্রিসমাস বা বড়দিন। বিশ্বের এক পাশে যখন আনন্দ-উদ্‌যাপনে ব্যস্ত মানুষ তখন ফিলিস্তিনবাসী কাঁদছে স্বজন হারানোর বেদনায়। অনেক দিন ধরে দেশটির গাজা উপত্যকা থেকে বিভিন্ন স্থানে ইসরায়েলি আগ্রাসনের ফলে ঘরছাড়া মানুষজন। আপনজন হারিয়ে শোকার্ত। ক্রিসমাসে তাদের মনে রাখার আহ্বান জানিয়েছেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ।

নিজে সব সময় অসহায় মানুষদের পাশে থাকতে চেষ্টা করেন সালাহ। বিভিন্ন সময় কষ্টে দিনাতিপাত করা মানুষদের সহায়তা করে সংবাদের শিরোনাম হয়েছেন। গাজাবাসীর কষ্টে তাঁর যে মন কাঁদবে সেটিই স্বাভাবিক। এর আগেও সালাহ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছিলেন।

আজ বড়দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ ভারাক্রান্ত মনে একটি পোস্ট লিখেছেন লিভারপুল তারকা। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ক্রিসমাস ট্রির একটি ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘ক্রিসমাস এমন একটি সময় যখন পরিবারগুলো একত্রিত হয় এবং উদ্‌যাপন করে। কিন্তু নিষ্ঠুর যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে। বিশেষ করে, মৃত্যু ও ধ্বংসযজ্ঞ চলছে গাজায়। এ বছর আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বড়দিন পালন করছি এবং সেসব পরিবারগুলোর সঙ্গে এই ব্যথা ভাগাভাগি করছি যারা তাদের প্রিয়জনকে হারিয়ে শোকাহত। দয়া করে তাদের কষ্টের কথা ভুলে যাবেন না। শুভ বড়দিন।’

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক