হোম > খেলা > ফুটবল

এগিয়ে গিয়েও বাহরাইনের বিপক্ষে হারল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গোলের পর বাংলাদেশের ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: বাফুফে

দুটি প্রস্তুতি ম্যাচের দুটিতেই হারের দেখা মিলল। হার-জিতের চেয়ে বরং খেলোয়াড়দের পরখ করা ছিল মূল উদ্দেশ্য। সহকারী কোচ আতিকুর রহমান মিশুর দাবি, প্রস্তুতি ভালোই হয়েছে।

বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে গতকাল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৪-২ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। প্রথমার্ধ শেষে অবশ্য এগিয়ে ছিল ২-১ গোলে। কিন্তু বিরতির পর আর পেরে ওঠেনি। বাংলাদেশের হয়ে গোল দুটি করেন আরমান ফয়সাল আকাশ ও মিরাজুল ইসলাম। এর আগে ১৮ আগস্ট প্রথম প্রস্তুতি ম্যাচে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

দুই ম্যাচেই প্রচুর খেলোয়াড় অদলবদল করেছেন কোচ সাইফুল বারী টিটু। সুযোগ দিয়েছেন সবাইকে। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় সেটাই শোনালেন মিশু। তিনি বলেন, ‘বাহরাইনে দুটি ম্যাচ খেলার মাধ্যমে ভিয়েতনামের জন্য আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। এখন ক্যাম্পে ২৪ জন রয়েছে। ২৪ জনই ম্যাচ খেলার সময় পেয়েছে। বাফুফেকে ধন্যবাদ আমাদের এমন সুযোগ করে দেওয়ার জন্য।’

বাংলাদেশ দলের ঢাকায় ফেরার কথা রয়েছে ২৬ আগস্ট। অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই খেলতে ভিয়েতনামের বিমান ধরবে ২৯ আগস্ট দিবাগত রাতে। ৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবেন মিরাজুল-মোরসালিনরা। ৬ সেপ্টেম্বর ইয়েমন ও ৯ সেপ্টেম্বর লড়বে সিঙ্গাপুরের বিপক্ষে। সবগুলো ম্যাচ হবে ভিয়েত ত্রি স্টেডিয়ামে। ১২ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ দল খেলবে মূল পর্ব। আগামী বছরের জানুয়ারিতে সৌদি আরবে হবে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ।

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র

বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে, বলছেন ফিফা সভাপতি

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ