জুভেন্টাসের হয়ে সময়টা বেশ ভালোই কাটছিল কার্লোস তেভেজের। দলকে টানা চতুর্থ সিরি আ জেতাতে অবদান রেখেছিলেন। কিন্তু এমন সুখের সময় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনায় ফিরে আসবেন। বোকা জুনিয়র্সের হয়ে খেলবেন তিনি। তবে তাঁর এই সিদ্ধান্ত খুশি ছিলেন না স্ত্রী ভেনেসা মানসিলা।
এমন সিদ্ধান্ত শোনার পর ভেনেসা নাকি তেভেজকে খুন করতে চেয়েছিলেন। সম্প্রতি কোরিয়ারে ডেলো স্পোর্ট নামে এক গণমাধ্যমকে এমনটিই জানিয়েছেন আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড। তিনি বলেছেন, ‘আমার জন্য দুর্দান্ত এক মুহূর্ত ছিল। সিদ্ধান্ত নেই আর্জেন্টিনায় ফিরে আসব। কিন্তু এটা শোনার পর আমার স্ত্রী ভেনেসা আমাকে খুন করতে চেয়েছিল।’
ভেনেসা কেন খুন করতে চেয়েছিলেন তার ব্যাখ্যাও দিয়েছেন তেভেজ। ইতালিতে জীবনযাপন খুব সহজ ছিল বলেই দেশে ফিরত আসতে চাননি তাঁর স্ত্রী। সঙ্গে দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। ৩৯ বছর বয়সী সাবেক ম্যানচেস্টার সিটি ও ইউনাইটেডের উইঙ্গার বলেছেন, ‘ইতালিতে সবকিছু খুব সহজ ছিল। আমাদের আর্জেন্টিনার মতোই ইতালিয়ানরা ছিল। আমার হৃদয়ের একটি অংশ চিরকাল সেখানে থেকে যাবে।’
২০১৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে জুভেন্টাসের সঙ্গে তিন বছরের চুক্তি করেছিলেন তেভেজ। শুরু থেকেই তুরিনের বুড়িদের হয়ে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। সে সময় জুভদের টানা তৃতীয় ও চতুর্থ সিরি আ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন আলবিসেলেস্তাদের হয়ে ৭৬ ম্যাচ খেলা উইঙ্গার। জুভেন্টাসের হয়ে দুই মৌসুম খেলে ৬৬ ম্যাচে ৩৯ গোল করেছিলেন তিনি।
২০২২ সালে পেশাদার ফুটবল ছেড়ে কোচিংয়ে যুক্ত হয়েছেন তেভেজ। ওই বছরেই আর্জেন্টাইন ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে প্রথম কোচিংও শুরু করেন তিনি। পাঁচ মাস ডাগআউটে দাঁড়ানোর পর পদত্যাগ করেন। এবার প্রায় এক বছর পর কোচিংয়ে ফিরে ২০২৫ সাল পর্যন্ত আতলেতিকো ইন্দিপেন্দিয়েন্তের দায়িত্ব নিয়েছেন।