হোম > খেলা > ফুটবল

সুয়ারেজের পরবর্তী ঠিকানা ব্রাজিল

বিশ্বকাপ শেষে লুইস সুয়ারেজ সৌদি আরবের ক্লাব আল-খালিজে যোগ দেবেন এমনটা শোনা গিয়েছিল। তবে গুঞ্জনটা গুঞ্জনই থেকে যাচ্ছে। কেননা ব্রাজিলের ক্লাব গ্রামিওর সঙ্গে চুক্তি করবেন বলে জানিয়েছেন ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

সামাজিক মাধ্যমে সুয়ারেজের নতুন ক্লাবের বিষয়টি নিশ্চিত করেছেন রোমানো। তিনি লিখেছেন,‘গ্রামিওর সঙ্গে দুই বছরের চুক্তি করবেন লুইস সুয়ারেজ। চুক্তির মেয়াদ থাকবে ২০২৪ সাল পর্যন্ত। সৌদি ক্লাব আল-খালিজকে তার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সে ব্রাজিলে খেলবে।’

আনুষ্ঠানিকভাবে এখনো দুই পক্ষ কোনো কিছু না জানালেও রোমানো জানিয়েছেন খুব শিগগির সুয়ারেজ ও গ্রামিওর চুক্তি হতে যাচ্ছে। তিনি লিখেছেন,‘স্বাক্ষরের আগে চুক্তির বিষয়গুলোর পরীক্ষা-নিরীক্ষা চলছে। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’

শুধু রোমানো নন সুয়ারেজ যে ব্রাজিলের ক্লাব গ্রামিওর সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন তা নিশ্চিত করেছেন আর্জেন্টিনার সাংবাদিক সিজার লুইস মার্লোও।

বর্তমানে ন্যাসিওনালে আছেন সুয়ারেজ। স্বদেশি ক্লাবটি হচ্ছে সাবেক বার্সেলোনা তারকার আঁতুড়ঘর। এ ক্লাবেই নিজের ক্যারিয়ারের শুরুটা করেছেন উরুগুয়ের স্ট্রাইকার। তবে ক্লাবের সঙ্গে জানুয়ারিতে চুক্তি শেষ হবে তাঁর। এ জন্যই নতুন ক্লাবের সন্ধানে ছিলেন ২০২০-২১ মৌসুমে অ্যাতলেতিকো মাদ্রিদকে লিগ চ্যাম্পিয়নের অন্যতম কারিগর। 

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ