মরণব্যাধি ক্যানসারকে ভালোই চ্যালেঞ্জ জানিয়েছিলেন। প্রায় দুই বছর সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল তাঁর ‘ঘরবাড়ি’ হয়ে যাওয়ার কারণ এটাই। তবু এই লড়াইয়ে জেতা হলো না পেলের। ফুটবলের রাজা (৮২) গতকাল চলেই গেলেন পৃথিবী ছেড়ে। সোমবার সকালে তাঁর ‘ছাড়পত্র’ মিলছে হাসপাতাল থেকে। তবে জীবন্ত পেলের নয়, কিংবদন্তির শবদেহ বের হবে হাসপাতাল থেকে।
সোমবার পেলের শেষকৃত্য। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত স্থানীয় সময় সকাল ১০টায়, যেটি শেষ হবে পরদিন একই সময়ে। পেলের কফিন নিয়ে যাওয়া হবে সান্তোসে। তাঁর বাড়িতে নেওয়া হবে শবদেহ, যেখানে শয্যাশায়ী তাঁর ১০০ বছরের মা। এরপর পেলেকে সমাধিস্থ করা হবে সান্তোসের মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায়। সান্তোসে পেলের একটি বাড়ি আছে, যেখানে তাঁর জীবনের অধিকাংশ সময় কেটেছে।
তাঁর স্মৃতিধন্য সান্তোস ফুটবল ক্লাব গতকাল এক বিবৃতিতে পেলের শেষকৃত্য নিয়ে জানিয়েছে, ‘সর্বকালের সেরা ফুটবলারের শেষকৃত্য হবে আরবানো কালদেইরা স্টেডিয়ামে, যেটি ভিলা বেলমিরো হিসেবে অধিক পরিচিত, যেখানে তিনি মুগ্ধ করেছেন পুরো বিশ্বকে।’
সান্তোসের এই স্টেডিয়ামেই ভক্তরা পেলেকে শেষ শ্রদ্ধা জানাবেন। চোখের জলে কিংবদন্তিকে জানাবেন বিদায়।
আরও পড়ুন: