হোম > খেলা > ফুটবল

ইংল্যান্ডের ম্যাচ দেখতে এসে ২০০০ দর্শকের করোনা

ইউরোতে খেলোয়াড়দের করোনা আক্রান্ত হওয়ার খবর পুরোনো। এবার খেলা দেখতে এসে দর্শকদের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে স্কটল্যান্ডের স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি জানিয়েছে, ইউরোতে ইংল্যান্ড–স্কটল্যান্ড ম্যাচ দেখতে আসা প্রায় ২০০০ স্কটিশ সমর্থক করোনা পজিটিভ হয়েছেন।

২০০০ করোনা আক্রান্তের প্রায় দুই তৃতীয়াংশই ১৮ জুন স্কটল্যান্ড-ইংল্যান্ড ম্যাচ দেখতে লন্ডনে এসেছিলেন। কোভিড পজিটিভ এই দুই তৃতীয়াংশের মধ্যে ৩৯৭ জন সমর্থক ম্যাচের সময় ওয়েম্বলি স্টেডিয়ামের ভেতরে বসে ম্যাচ দেখেছেন। আক্রান্তদের মধ্যে কিছু সংখ্যক লন্ডনের গ্লাসগোর ফ্যান জোনে ছিলেন। আর কিছু সংখ্যক স্কটল্যান্ডের ঘরের মাঠ হ্যাম্পডেন পার্কে নিজেদের দুটি ম্যাচে গ্যালারিতে ছিলেন।

করোনা সতর্কতায় ওয়েম্বলি ম্যাচে ২৬০০ টিকিট বরাদ্দ ছিল স্কটল্যান্ডের সমর্থকদের জন্য। তবে প্রায় ১০ হাজার দর্শক লন্ডনে এসেছিল টিকিট ছাড়াই। তারা অনেকেই খেলা দেখেছেন সিটি সেন্টারের বাইরে সহ বিভিন্ন ফ্যান জোনে। বিনা মাস্কে ম্যাচের দিন ওয়েম্বলির রাস্তায় ঘুরে বেড়িয়েছেন অসংখ্য স্কটিশ সমর্থক।

স্কটল্যান্ডের জাতীয় স্বাস্থ্য পরিচালক অধ্যাপক জ্যাসন লিচ জানিয়েছেন, ১১ জুলাই থেকে এখন পর্যন্ত স্কটল্যান্ডে ৩২০০০ হাজার কোভিড পজিটিভের মধ্যে ২০০০ পজিটিভই ইউরোর সঙ্গে সম্পৃক্ত। ওয়েম্বলির ঘটনা সামনে আসার পর আতঙ্কে আছেন ইউরোপের অন্যান্য দেশের ফুটবলপ্রেমীরাও।

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো