হোম > খেলা > ফুটবল

সিটি ছেড়ে ম্যারাডোনার ক্লাবে ডি ব্রুইনা

ক্রীড়া ডেস্ক    

নাপোলি ক্লাবের সভাপতির সঙ্গে কেভিন ডি ব্রুইনা। ছবি ফেসবুক

আগামী মৌসুমে সিরি আ চ্যাম্পিয়ন নাপোলির হয়ে খেলবেন কেভিন ডি ব্রুইনা। দল বদলে ফ্রি এজেন্ট হিসেবে দুই বছরের চুক্তিতে গতকাল বুধবার ইতালিয়ান ক্লাবটিতে যোগ দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে নাপোলি লিখেছে, ‘আমাদের একজন হতে পেরে কেভিন গর্বিত।’

সদ্য শেষ হওয়া মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে ১০ বছরের ক্যারিয়ারের ইতি টানেন ডি ব্রুইনা। ইংলিশ ক্লাবটির জার্সিতে ৬ প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগসহ ১৯ শিরোপা জেতেন তিনি। দুবার হয়েছেন প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার। কিন্তু চোট ও অফ ফর্ম মিলিয়ে গত মৌসুমটা ভালো কাটেনি বেলজিয়ান এই মিডফিল্ডারের। তবে সিটির কাছে বরাবরই তিনি থাকবেন কিংবদন্তি হয়ে।

২০১৫ সালে ভলফসবুর্গ থেকে ম্যান সিটিতে যোগ দেওয়ার পর ৪২২ ম্যাচে ১০৮ গোল করেছেন ডি ব্রুইনা। পাশাপাশি ১৭৭ অ্যাসিস্ট এসেছে তাঁর কাছ থেকে।

ডি ব্রুইনাকে ভেড়ানোই বলে দেয় শিরোপা ধরে রাখার জন্য বেশ আটঘাট বেঁধেই নামছে নাপোলি। এবার শিরোপা জিততে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। এ নিয়ে তিন মৌসুমে এটি তাদের দ্বিতীয় স্কুদেত্তো। এর আগে ১৯৮৬-৮৭ ও ১৯৮৯-৯০ মৌসুমে ন্যাপলসবাসীদের লিগ জয়ের আনন্দে ভাসান আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা।

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ