হোম > খেলা > ফুটবল

সৌদিতে প্রথম মৌসুমে কিছুই জিতলেন না রোনালদো

মোটা অঙ্কের চুক্তিতে গত বছরের শেষে আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে সৌদি আরবে প্রথম মৌসুমটা রোনালদোর কাছে হতাশার। আল নাসরের হয়ে কোনো শিরোপাই জেতা হয়নি পর্তুগিজ এই তারকা ফুটবলারের।

গতকালের ম্যাচের আগে সৌদি প্রো লিগে ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল আল নাসর। সমান ম্যাচ খেলে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল আল-ইত্তিহাদ। শিরোপা জিততে হলে আল নাসরের শেষ দুই ম্যাচ তো জিততে হতোই, একই সঙ্গে আল ইত্তিহাদের পয়েন্টও হারাতে হতো। এই সমীকরণ নিয়ে প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ স্টেডিয়ামে গতকাল ইত্তিফাকের বিপক্ষে খেলতে নামে আল নাসর। তবে সেই যাত্রায় হোঁচট খেয়েছে তারা। ইত্তিফাকের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছেন রোনালদোরা। ৪৩ মিনিটে ইউসুফো নিয়াকিতির গোলে এগিয়ে যায় ইত্তিফাক। আর সমতায় ফেরানো গোল করেন আল নাসরের লুইজ গুস্তাভো। অন্যদিকে কিং সালমান স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল ফেইহাকে ৩-০ গোলে উড়িয়ে দেয় আল ইত্তিহাদ। তাতে নিশ্চিত হয়ে যায় ইত্তিহাদের ২০২২-২৩ মৌসুমের সৌদি প্রো লিগ।

রোনালদো যখন আসেন, তখন আল নাসরের সামনে সুযোগ ছিল ট্রেবল জেতার। সৌদি প্রো লিগ, কিংস কাপ, সৌদি সুপার কাপ—এই তিন শিরোপা জয়ের সুযোগ ছিল। কিন্তু রোনালাদো জিততে পারেননি কিছুই। গতকাল সৌদি প্রো লিগ তো হাতছাড়া হয়েছেই। তার আগে কিংস কাপের কোয়ার্টার ফাইনালে আল ওয়েহদার কাছে ১-০ গোলে হেরে যায় আল নাসর। আর সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের কাছে ৩-১ গোলে হেরে যান রোনালদোরা।

এখন পর্যন্ত আল-নাসরের হয়ে ১৯ ম্যাচ খেলেন রোনালদো। ১৯ ম্যাচে করেছেন ১৪ গোল এবং অ্যাসিস্ট করেছেন ২ গোলে। হ্যাটট্রিক করেছেন দুটি।

ম্যাচ জিতেও অসন্তুষ্ট রিয়াল কোচ

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী