হোম > খেলা > ফুটবল

‘চ্যাম্পিয়নস লিগ না জিতলে সিটি অপূর্ণ’

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা যেন ম্যানচেস্টার সিটির কাছে ‘বাঁ হাতের খেল।’ পেপ গার্দিওলার অধীনে এই টুর্নামেন্টের শিরোপা নিয়মিতই শোকেসে তুলছে ম্যানসিটি। কিন্তু এখনো জিততে পারেনি কোনো চ্যাম্পিয়নস লিগ। গার্দিওলার মতে, চ্যাম্পিয়ন লিগ জিতলেই পরিপূর্ণ দল হবে সিটিজেনরা। 

আর্সেনালের পরাজয়েই গত পরশু ২০২২-২৩ মৌসুমের প্রিমিয়ার লিগ শিরোপা জেতে ম্যানসিটি। বাকি ছিল শুধু উৎসবের অপেক্ষা। ইতিহাদে গতকাল চেলসিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উৎসব করে গার্দিওলার দল। এই নিয়ে সর্বশেষ ৬ মৌসুমে পাঁচবার প্রিমিয়ার লিগ জেতে সিটি। প্রিমিয়ার লিগে যা সিটির নবম শিরোপা। অন্যদিকে এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের ফাইনালে একবার খেললেও রানার্সআপ হয়েছে সিটিজেনরা। ১০ জুন ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আক্ষেপ ঘোচানোর সুযোগ রয়েছে সিটির। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘পাঁচ প্রিমিয়ার লিগ জিতেছি এবং এখনো চ্যাম্পিয়নস লিগ ফাইনাল বাকি। আমরা অনেক জিতেছি। কিন্তু তবে এটা অস্বীকার করা যাবে না যে চ্যাম্পিয়নস লিগ না জিতলে তার কোনো দাম নেই। আমি জানি, চ্যাম্পিয়নস লিগ না জিতলে কখনোই পরিপূর্ণ দল হব না। যদি আমরা তা করতে না পারি, আজ বা কাল আমরা জিতব। আমাদের চেষ্টা করে যেতে হবে।’ 

গার্দিওলার কাছে এবার সুযোগ থাকছে ট্রেবল জয়ের। এফএ কাপের ফাইনালে ৩ জুন ম্যানসিটির প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। আর ১০ জুন ইস্তাম্বুলের ফাইনালে সিটির প্রতিপক্ষ ইন্টার মিলান। তবে বার্সেলোনার হয়ে দুইবার চ্যাম্পিয়নস লিগ জেতেন গার্দিওলা। স্প্যানিশ এই কোচের অধীনে ২০০৮-০৯,২০১০-১১ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জেতে কাতালানরা।

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ