হোম > খেলা > ফুটবল

নেইমারকে ২৪০০ কোটি টাকায় নিতে চায় আল হিলাল 

লিওনেল মেসিকে মোটা অঙ্কের টাকার প্রস্তাব দিয়েও দলে ভেড়াতে পারেনি আল হিলাল। এবার তারা নেওয়ার চেষ্টা করছে মেসির দীর্ঘদিনের ক্লাব সতীর্থ নেইমারকে। ব্রাজিলের এই ফরোয়ার্ডকে তারা প্রায় ২৪০০ কোটি টাকায় নেওয়ার পরিকল্পনা করছে। 

সিবিএস স্পোর্টস গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে, গত শুক্রবার আল হিলালের সিনিয়র কর্মকর্তারা প্যারিসে গিয়েছিলেন। পিএসজিতে নেইমারের বর্তমান পরিস্থিতি এবং ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলারের সৌদিতে যাওয়ার সম্ভাবনা কেমন-তা বুঝতেই মূলত তারা (আল হিলাল প্রতিনিধি) প্যারিসে যান। আল হিলাল নেইমারকে বছরে ২০ কোটি ইউরো দিতে চায়, যা বাংলাদেশি মুদ্রায় ২৩৩৬ কোটি ৩১ লাখ টাকা। 

মেসির সঙ্গে পিএসজির সম্পর্ক শেষ হয়েছে গত সপ্তাহেই। তবে নেইমার সঙ্গে প্যারিসিয়ানদের নতুন চুক্তি আছে ২০২৫ সাল পর্যন্ত। চুক্তি এখনো দুই বছর থাকলেও ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের পিএসজি ছাড়ার গুঞ্জন চলছে। পিএসজির আলট্রাস সমর্থকগোষ্ঠীর বিদ্রুপের শিকার হয়েছিলেন মেসি, নেইমার দুজনেই। এই দুই তারকা ফুটবলারের বাড়িতে নিরাপত্তা বাড়াতে হয়েছিল। 

গত ৯ মে আল হিলালের সঙ্গে মেসির ৪০০ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি ৫ হাজার ৪৩০ কোটি ৬৪ লাখ টাকা) চুক্তির কথা নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র এএফপিকে জানিয়েছিলেন। মেসির পক্ষ থেকে ‘নিশ্চিত হ্যাঁ’ শোনার অপেক্ষা করছিল সৌদি ক্লাবটি। অন্যদিকে পুরোনো ক্লাব বার্সেলোনায় ফেরার গুঞ্জনও শোনা যাচ্ছিল। আর্জেন্টাইন তারকা ফুটবলারের পরবর্তী গন্তব্য এখন ইন্টার মিয়ামি। আনুষ্ঠানিক চুক্তি না হলেও তা অনেকটাই নিশ্চিত।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার