হোম > খেলা > ফুটবল

জাভির ঘুম কেড়ে নিয়েছে ১০ জনের সেভিয়া

অনেক দিন হলো দুঃসময় বয়ে নিয়ে বেড়ানো বার্সেলোনার সুদিন যে কোনো কিছুতেই ফিরছে না। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১০ ম্যাচের ছয়টিতেই জিততে ব্যর্থ ক্লাবটি ফের পয়েন্ট খুইয়েছে। সেটিও ১০ জনের সেভিয়ার বিপক্ষে। স্প্যানিশ লা লিগায় গত রাতের ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। 

সেভিয়ার মাঠ রামোন সানচেজ পিজহুয়ান স্টেডিয়ামে ম্যাচের ৬৪ মিনিটে ১০ জনের দলে পরিণত হওয়া সেভিয়াকেও হারাতে পারেনি বার্সা। এই ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানেই রইল কাতালানরা। তাদের চেয়ে ১০ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে সেভিয়া।

এই মৌসুমে এরই মধ্যে বেশ কয়েকটি বিব্রতকর রেকর্ডের সাক্ষী হয়েছে বার্সা। বায়ার্ন মিউনিখ আর বেনফিকার কাছে হেরে ২০ বছর পর ছিটকে গেছে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে। অবনমিত হয়ে জায়গা মিলেছে উয়েফার দ্বিতীয় স্তরের ক্লাব টুর্নামেন্ট ইউরোপা লিগে। 

ঘরোয়া লিগেও বার্সার যা অবস্থা, তাতে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়া আপাতত কঠিন মনে হচ্ছে। ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হতে না পারলে অথবা লা লিগায় শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করতে না পারলে ১৮ বছর পর চ্যাম্পিয়নস লিগ খেলতে ব্যর্থ কাতালান পরাশক্তিরা। 

গত রাতের ম্যাচের শেষ ৩০ মিনিট একজন কম নিয়ে খেলেও বার্সাকে রুখে দিয়েছে সেভিয়া। শিষ্যদের মনোভাব ও প্রচেষ্টায় সন্তুষ্ট হলেও সুযোগের সদ্ব্যবহার করতে না পারাটাই বেশি পোড়াচ্ছে কোচ জাভি হার্নান্দেজকে। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে জাভি বললেন, ‘ওরা একজন কম নিয়ে খেলেছে। এটা আমাদের ফায়দা লোটার সুযোগ ছিল। এই ম্যাচ অম্লমধুর অভিজ্ঞতা দিয়ে গেল। আমার জন্য ঘুমানো খুব কঠিন হয়ে যাবে।’ 

কাল ম্যাচের ৩২ মিনিটে পিছিয়ে পড়েছিল বার্সা। সেভিয়ার আর্জেন্টাইন ফরোয়ার্ড পাপু গোমেজ পেনাল্টি বক্সের জটলা ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। কর্নার থেকে তাঁকে উদ্দেশ্য করে ‘ব্যানানা কিক’ নেন ইভান রাকিতিচ। গোমেজের নেওয়া ডান পায়ের নিচু শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। বার্সার রক্ষণ রীতিমতো বোকা বনে যায়। 

অবশ্য বিরতিতে যাওয়ার আগেই সমতায় ফেরে বার্সা। তাদের গোলটিও আসে কর্নার থেকে। ওসমান দেম্বেলের নেওয়া উঁচু শটে বেশ খানিকটা লাফিয়ে উঠে হেড করেন রোনাল্ড আরাউহো। বল আশ্রয় নেয় জালে।

৬৪ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় সেভিয়া। জর্দি আলবাকে বাজেভাবে ফাউলের করে বসেন জুলস কুন্দে। সঙ্গে সঙ্গে তাঁকে লাল কার্ড দেখিয়ে মাঠছাড়া করেন রেফারি। এর পরও পেরে ওঠেনি জাভির বার্সা। 

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার