হোম > খেলা > ফুটবল

৯ গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতে ফাইনালে পর্তুগালকে পেল স্পেন

ক্রীড়া ডেস্ক    

ফ্রান্সের বিপক্ষে গোলের পর এভাবেই উদযাপন করেন স্পেনের ফুটবলাররা। ছবি: এএফপি

ফ্রান্স-স্পেন নেশনস লিগের সেমিফাইনালের আগুনে ম্যাচ দেখার অপেক্ষায় ছিলেন অসংখ্য ফুটবলপ্রেমী। মাঠে নামার আগে দুই দলের পরিসংখ্যান বলছিল তেমন কিছুই। স্টুটগার্টে গত রাতে ফ্রান্স-স্পেন সেমিফাইনাল হয়েছে আরও রোমাঞ্চকর। গোলের বন্যার ম্যাচে শেষ হাসি হেসেছে স্পেন।

নেশনস লিগের ফাইনালে আগেই উঠে গিয়েছিল পর্তুগাল। আলিয়াঞ্জ অ্যারেনায় পরশু রাতে জার্মানির বিপক্ষে ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটায় পর্তুগিজরা। নেশনস লিগের প্রথম সেমিফাইনালে জার্মানদের ২-১ গোলে হারায় পর্তুগাল। আর গত রাতে দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্স-স্পেন লড়াইটা হয়েছে আরও জমজমাট। ৫-৪ গোলে জিতে ফাইনালের টিকিট কাটে স্পেন। শিরোপার লড়াইয়ে পরশু রাতে স্পেনের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। আলিয়াঞ্জ অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে পর্তুগাল-স্পেন ম্যাচ।

স্টুটগার্টের এমএইজপি অ্যারেনায় নেশনস লিগের দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্স-স্পেন শুরু থেকেই আক্রমণ ও প্রতি আক্রমণে খেলতে থাকে। তবে প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তা, ফিনিশিং দুর্বলতায় ম্যাচের প্রথম ২১ মিনিটে কেউই লক্ষ্য ভেদ করতে পারেনি। ২২ মিনিটে স্পেনকে এগিয়ে দেন নিকো উইলিয়ামস। ৩ মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করে স্প্যানিশরা। ২৫ মিনিটে গোলটি করেন মিকেল মেরিনো। স্পেনের প্রথম দুই গোলে অ্যাসিস্ট করেন মিকেল ওইরজাবাল। স্প্যানিশরা ২-০ গোলে এগিয়ে না যেতেই কার্ড দেখানো হয় লামিনে ইয়ামালকে। ৩৩ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়কে বাজে ফাউল করে হলুদ কার্ড দেখেন ইয়ামাল। প্রথমার্ধ স্পেন শেষ করে ২-০ গোলে এগিয়ে থেকে।

স্টুটগার্টে গতকাল স্প্যানিশ ভক্ত-সমর্থকদের উদযাপন করতে দেখা গেছে এভাবেই। ছবি: এএফপি

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর দ্রুতই ৪-০ গোলে এগিয়ে যায় স্পেন। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইয়ামাল। স্প্যানিশ তরুণ ফরোয়ার্ড গোল করার ঠিক পরের মিনিটে (৫৫ মিনিট) বাঁ পায়ের জাদুতে লক্ষ্য ভেদ করেন তাঁর সতীর্থ পেদ্রি। নিকো উইলিয়ামস অ্যাসিস্ট করেন পেদ্রিকে এই গোল করতে। ম্যাচে প্রথম গোল পেতে ফ্রান্সের লেগেছে প্রায় ১ ঘণ্টা। ৫৯ মিনিটে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টিতে গোল করেন।

এমবাপ্পের গোলের পর দ্রুত নিজের দ্বিতীয় গোল পেয়ে যান ইয়ামাল। ৬৭ মিনিটে স্পেন ৫-১ গোলে এগিয়ে যায় ফ্রান্সের বিপক্ষে। পিছিয়ে থাকা ফ্রান্স ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এখান থেকেই। এমনকি ফরাসিদের গোল উপহার দিয়েছে স্পেনও। ৮৪ মিনিটে আত্মঘাতী গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার দানি ভিভিয়ান। তার আগে ৭৯ মিনিটে গোল করেন ফরাসি ফরোয়ার্ড রায়ান চার্কি। তিনি মাঠে নামেন মাইকেল ওলিসের পরিবর্তে ৬৩ মিনিটে। চের্কি এরপর আরও এক গোলে অবদান রেখেছেন। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে গোল করেন রান্দাল কোলো মুয়ানি।

কোলো মুয়ানির শেষের গোল অবশ্য ফ্রান্সের পরাজয়ের ব্যবধান কমাতে পেরেছে। শেষ পর্যন্ত ৫-৪ গোলের জয়ে ফাইনালের টিকিট কাটে স্পেন। পর্তুগাল-স্পেন ফাইনালের আগে সান্ত্বনার ম্যাচ খেলতে নামবে ফরাসিরা। স্টুটগার্ডের এমএইচপি অ্যারেনায় পরশু রাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে জার্মানি-ফ্রান্স।

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক

জাদুকরি এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ কোচ, বার্সার আরও কাছে রিয়াল

সিঙ্গাপুর-হংকং-ভারত ম্যাচ থেকে ৪ কোটি টাকার বেশি আয় বাফুফের

প্রিমিয়ার লিগে গোলের ‘সেঞ্চুরিতে’ দ্রুততম হালান্ড

আতলেতিকোর বিপক্ষে বার্সার জয় ‘মৌসুমের সেরা ম্যাচগুলোর একটি’

হামজায় অনুপ্রাণিত হয়ে মারিয়ার এমন গোল