হোম > খেলা > ফুটবল

লিভারপুলের ছয়ে সালাহ-মানের ৪ গোল

লিডস ইউনাইটেডকে গোলের বন্যায় ভাসিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই আরও জমিয়ে তুলেছে লিভারপুল। ঘরের মাঠে লিভারপুল জিতেছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে। এই ম্যাচে লিভারপুলের সামনে পাত্তা পায়নি লিডস। ম্যাচে ২টি করে গোল করেছেন মোহামেদ সালাহ ও সাদিও মানে। আর ১টি করে গোল করেছেন জোয়েল মাতিপ ও ভার্জিল ফন ডাইক। 

নিজেদের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় লিভারপুল। লিভারপুলের আক্রমণের মুখে ১৫ মিনিটেই পেনাল্টি থেকে গোল খেয়ে বসে লিডস। অ্যান্ডি রবার্টসনের ক্রসে ডি-বক্সের ভেতরে বল লাগে লিডস খেলোয়াড় ডালাসের হাতে। হ্যান্ডবলের সিদ্ধান্ত দিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে লিভারপুলকে এগিয়ে দেন সালাহ। ম্যাচের ৩০ মিনিটে লিভারপুল সমর্থকদের দ্বিতীয়বার আনন্দে ভাসান মাতিপ। সালাহর অ্যাসিস্টে লক্ষ্য ভেদ করেন এই সেন্টারব্যাক। পাঁচ মিনিট পর আবার পেনাল্টি পায় লিভারপুল। মানেকে ডি-বক্সের ভেতরে ফেলে দেওয়ায় এই পেনাল্টি দেওয়া হয়। এবারও ভুল করেননি সালাহ। নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল এনে দেন এই মিসরীয় তারকা। 

বিরতির পর ৮০ মিনিট পর্যন্ত লিভারপুলকে ঠেকিয়ে রাখতে সক্ষম হয় লিডস। তবে এরপর বাকি সময়ে আরও ৩ গোল আদায় করে নেয় ‘রেড ডেভিল’রা। সম্মিলিত এক আক্রমণে নিজের প্রথম ও দলের চতুর্থ গোলটি আদায় করেন মানে। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে আরও একবার লক্ষ্য ভেদ করেন এই ফরোয়ার্ড। আর যোগ করা সময়ে ট্রেডমার্ক গোলে ম্যাচে নিজেদের ষষ্ঠ গোলটি করেন ফন ডাইক। 

৬-০ গোলের এই জয়ে এখন ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান তিনে নিয়ে এসেছে লিভারপুল। ২৬ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ৬৩। আর সমান ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৬০। 

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ