হোম > খেলা > ফুটবল

‘বার্সায় মেসির ফেরা হবে বিশেষ কিছু’

বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসির ক্যাবিনেটে কত যে শিরোপা আছে, তা হয়তো গুনেও শেষ করা যাবে না। বার্সা ছেড়ে সেই মেসি এখন খেলছেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। রোনাল্ড আরাউহোর মতে, পিএসজি ছেড়ে বার্সায় মেসির ফিরতে পারা হবে সত্যিই বিশেষ কিছু।

২০২১-এর মাঝামাঝি সময়ে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্ক শেষে মেসি পাড়ি জমিয়েছেন পিএসজিতে। পিএসজিতে যাওয়ার আগে ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত টানা পাঁচ বছর লা-লিগার এক মৌসুমে সর্বোচ্চ গোল করেছিলেন মেসি। মেসি থাকা অবস্থায়ই কাতালানরা ২০১৫তে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছিল। এখন মাঝেমধ্যে পিএসজি ছেড়ে মেসির বার্সায় ফেরার গুঞ্জন শোনা যায়। 

বার্সেলোনায় মেসি ফিরলে বেশি খুশি হবেন আরাউহো। বার্সার ফুটবল পরিচালক হলে মেসির সঙ্গে চুক্তি করতেন বলে জানিয়েছেন আরাউহো। জেরার্ড রোমেরোকে দেওয়া সাক্ষাৎকারে বার্সার এই সেন্টার ব্যাক বলেন, ‘মেসির ফেরা? আমরা দেখছি। তবে আমি খুশি হব। লিওর ফেরা হবে সত্যিই বিশেষ কিছু। সে বিশ্বের সেরা খেলোয়াড় এবং আমরা খুশি হব যদি সে ফিরতে পারে। যদি আমি মাতেও আলামানি (বার্সেলোনার ফুটবল পরিচালক) হতাম, তাহলে রদ্রিগো ও মেসির সঙ্গে চুক্তি করতাম।’ 

পিএসজিতে প্রায় দুই বছর কাটিয়ে ফেলেছেন মেসি। প্যারিসিয়ানদের জার্সিতে জিতেছেন লিগ ওয়ান ও ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা। তাছাড়া আর্জেন্টিনার জার্সিতে গত দুই বছরে বিশ্বকাপ, ফিনালিসিমা ও কোপা আমেরিকা জিতেছেন বিশ্বজয়ী এই ফুটবলার।

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’