হোম > খেলা > ফুটবল

উয়েফার বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় ডি ব্রুইনা-বেনজেমা-কোর্তোয়া

উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা, রিয়াল মাদ্রিদের দুই তারকা করিম বেনজেমা ও থিবু কোর্তোয়া। ২৫ আগস্ট সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।

এই পুরস্কারের জন্য ১৫ জনের তালিকায় ছিলেন পিএসজির কিলিয়ান এমবাপ্পে, রোমার লোরেঞ্জো পেল্লেগ্রিনি, বায়ার্ন মিউনিখের সাদিও মানে, লিভারপুলের ভার্জিল ফন ডাইক, মোহামেদ সালাহ, ট্রেন্ট আলেক্সানদার-আর্নল্ড ও ফাবিনহো।

তার মধ্য থেকে সংক্ষিপ্ত তিনজনের তালিকায় জায়গা পেলেন ডি ব্রুইনা, বেনজেমা ও কোর্তোয়া। তার মধ্যে বেনজেমা ২০২১-২২ চ্যাম্পিয়নস লিগ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আর ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠে কোর্তোয়ার হাতে।

উয়েফার বর্ষসেরা সেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় আছেন রিয়ালের কার্লো আনচেলত্তি, সিটির পেপ গার্দিওলা ও লিভারপুলের ইউর্গেন ক্লপ। মেয়েদের বর্ষসেরা খেলোয়াড় ও কোচ হিসেবে মনোনয়ন পাওয়াদের নাম অবশ্য এখনো ঘোষণা করা হয়নি। সব ক্যাটাগরির জয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী চ্যাম্পিয়নস লিগ গ্রুপ-পর্বের ড্র অনুষ্ঠানে। এবারের এই অনুষ্ঠান হবে ইস্তাম্বুলে।

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী