হোম > খেলা > ফুটবল

ভ্যালেন্সিয়ার যে গোলে ইকুয়েডরের রক্ষা

এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে কাতারের বিপক্ষে জোড়া গোল করে ম্যাচ-সেরা হয়েছিলেন ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়া। এই ভ্যালেন্সিয়ার গোলেই গতকাল খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে পরাজয় এড়িয়েছে ইকুয়েডর।

খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল ছয় মিনিটের সময় গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে নেন কোডি গাকপো। প্রথমার্ধের যোগ করা সময়ে দিকে সমতাসূচক গোল করেছিল ইকুয়েডর। তবে অফসাইডে বাতিল হয়ে যায় গোলটি। দ্বিতীয়ার্ধে খুব দ্রুত সময়ে স্কোরলাইন ১-১ করেন ভ্যালেন্সিয়া। ৪৯ মিনিটে খুব কাছ থেকে ডান পায়ের শটে সমতাসূচক গোলটি করেন ইকুয়েডরের এই ফরোয়ার্ড। নেদারল্যান্ডস-ইকুয়েডর ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয়। তাতে ডাচদের যেমন অপেক্ষা বাড়ল, তেমনি দ্বিতীয় রাউন্ডে নিজেদের যাওয়ার সম্ভাবনাও জোরালো করল ইকুয়েডর।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি গোল করে সর্বোচ্চ গোলদাতা ভ্যালেন্সিয়া। টুর্নামেন্টে ইকুয়েডরের করা তিনটি গোলের তিনটিই করেন এই ফরোয়ার্ড।

নেদারল্যান্ডস ও ইকুয়েডর দুটো দলই সমান ৪ পয়েন্ট করে পেয়েছে। ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে আছে এ দুই দল। আগামী ২৯ নভেম্বর দুটো দলই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে, যেখানে ডাচদের প্রতিপক্ষ কাতার ও ইকুয়েডর খেলবে সেনেগালের বিপক্ষে।

জুয়া-কাণ্ডে তুরস্কের ২৯ ফুটবলারকে গ্রেপ্তারের নির্দেশ

আবারও কিংসের বড় জয়, রাকিবের হ্যাটট্রিক অ্যাসিস্ট

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান