অনূর্ধ্ব-২০ নারী সাফ
১১ জুলাই থেকে ঢাকায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ। তবে এই প্রতিযোগিতায় খেলবে না ভারত। নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে তারা। ফলে স্বাগতিক বাংলাদেশসহ ভুটান, নেপাল ও শ্রীলঙ্কা খেলবে বয়সভিত্তিক এই টুর্নামেন্টে।
দল কম থাকায় এবারের টুর্নামেন্টটি হবে ভিন্ন পদ্ধতিতে। থাকছে না কোনো নকআউট ম্যাচ। প্রতিটি দল রাউন্ড রবিন লিগ ভিত্তিতে একে অপরের সঙ্গে মুখোমুখি হবে দুবার করে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল পাবে শিরোপার স্বাদ।
জাতীয় স্টেডিয়ামে আয়োজনের কথা থাকলেও পুরো টুর্নামেন্ট হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। কারণ জাতীয় স্টেডিয়ামে ঘাস নিয়ে পুনরায় কাজ শুরু হবে। বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্ট কিংস অ্যারেনায় হবে। জাতীয় স্টেডিয়ামে সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল হলেও মাঠের ঘাস নিয়ে পুনরায় কাজ হবে, এজন্য কিংস অ্যারেনায় নারী টুর্নামেন্ট আয়োজন হবে।’
টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সবশেষ ২০২৩ সালে ঘরের মাটিতে নেপালকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন শামসুন্নাহার-আফঈদারা। উদ্বোধনী ম্যাচে এবার দুপুর ৩টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল।
মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের সূচি
তারিখ ম্যাচ সময়
১১ জুলাই বাংলাদেশ-শ্রীলঙ্কা দুপুর ৩ টা
১১ জুলাই ভুটান-নেপাল সন্ধ্যা ৭ টা
১৩ জুলাই শ্রীলঙ্কা-ভুটান দুপুর ৩ টা
১৩ জুলাই নেপাল-বাংলাদেশ সন্ধ্যা ৭ টা
১৫ জুলাই বাংলাদেশ-ভুটান বিকাল ৩ টা
১৫ জুলাই শ্রীলঙ্কা-নেপাল সন্ধ্যা ৭ টা
১৭ জুলাই শ্রীলঙ্কা-নেপাল বিকাল ৩ টা
১৭ জুলাই বাংলাদেশ-ভুটান সন্ধ্যা ৭ টা
১৯ জুলাই ভুটান-নেপাল দুপুর ৩ টা
১৯ জুলাই বাংলাদেশ-শ্রীলঙ্কা সন্ধ্যা ৭ টা
২১ জুলাই শ্রীলঙ্কা-ভুটান দুপুর ৩ টা
২১ জুলাই নেপাল-বাংলাদেশ সন্ধ্যা ৭ টা