রেকর্ড গড়ার ক্ষেত্রে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। কোনো না কোনো রেকর্ডে একজন আরেকজনকে ঠিকই ছাড়িয়ে যাচ্ছেন। কে সেরাব—এ নিয়ে ফুটবল সমর্থকদের মধ্যে কথার লড়াই চলেই। তবে রোনালদো মনে করেন, মেসি হলেন সেরা ফুটবলার।
মেসি, রোনালদো দুজনই ক্লাব ফুটবলে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন, যেখানে ৯৪৯ ম্যাচ খেলে রোনালদো করেছেন ৭০১ গোল। আর ৮৪৬ ম্যাচ খেলে মেসির গোল ৭০০। আন্তর্জাতিক ফুটবলে গোল করার রেকর্ডে সবার ওপরে রোনালদো। পর্তুগালের এই তারকা ফুটবলার এখন পর্যন্ত ১৯১ ম্যাচে করেছেন ১১৭ গোল। আর ১৬৫ ম্যাচে ৯১ গোল করেন মেসি। মেসি একবার জিতেছেন কোপা আমেরিকার শিরোপা। আর রোনালদো ইউরো জিতেছেন একবার। ব্যালন ডি’অর জয়ে এগিয়ে আছেন মেসি। সর্বোচ্চ সাতবার ব্যালন ডি’অর জিতেছেন আর্জেন্টাইন এই ফুটবলার। আর রোনালদো জিতেছেন দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার।
পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন রোনালদো। পর্তুগিজ এই তারকা ফুটবলার বলেন, ‘সে (মেসি) আমার দেখা সেরা খেলোয়াড়। সে একজন জাদুকর। আমরা ১৬ বছর একসঙ্গে খেলছি। ভাবতে পারছেন ১৬ বছর! সে যেভাবে আমার সম্পর্কে কথা বলে, সেজন্য তাকে আমি খুব শ্রদ্ধা করি।’
আর্জেন্টিনা, পর্তুগালের এবারের মিশন বিশ্বকাপ। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। ২৬ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে খেলবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। অন্যদিকে পর্তুগালের বিশ্বকাপ মিশন শুরু হবে ২৪ নভেম্বর। ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগিজদের প্রতিপক্ষ ঘানা। ২৮ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে পর্তুগাল। আর ২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পর্তুগিজরা।