হোম > খেলা > ফুটবল

অবসর ভেঙে আবারও ফিরেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ক্রীড়া ডেস্ক    

অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন ব্রাজিলের কিংবদন্তি ফরোয়ার্ড মার্তা। ছবি: ফাইল ছবি

বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার মার্তা জিতেছেন ছয়বার। ব্যক্তিগত পুরস্কারের ভান্ডারও পরিপূর্ণ। তবে কখনো ফুটবল বিশ্বকাপ বা অলিম্পিকে জেতা হয়নি স্বর্ণপদক। সবশেষ অলিম্পিক ফাইনালে উঠেও শিরোপা না ছোঁয়ার আক্ষেপে পুড়তে হয় ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারকে। তারপরই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেন। তবে দলের প্রয়োজনে ৯ মাস পর অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরেছেন মার্তা ভিয়েইরা দা সিলভা।

গত বছরের এপ্রিলেই অবসরের ঘোষণা দেন মার্তা। প্যারিস অলিম্পিকে শিরোপা নির্ধারণী ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় সেলেসাওদের। মার্তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটাও হয়েছিল তখন চোখের জলে। জাতীয় দলের অধ্যায়কে ইতি টানলেও পেশাদার ফুটবল চালিয়ে যাচ্ছিলেন ৩৯ বছর বয়সী এ তারকা। নতুন খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ মে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে প্রত্যাবর্তন হবে মেয়েদের ফুটবলে রেকর্ড ছয়বারের ফিফা বর্ষসেরা ফুটবলারের। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী ৩০ মে ও ২ জুন সাও পাওলোতে জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে জাপান। ওই দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন আর্থার ইলিয়াস। ব্রাজিল কোচের ঘোষিত দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড মার্তা। আগামী জুলাইয়ে আসন্ন কোপা আমেরিকাকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। হয়তো মহাদেশীয় সেরার টুর্নামেন্টে আবার দেখা যেতে পারে মার্তাকে।

মার্তাকে ফেরানোর ব্যাপারে ব্রাজিল নারী ফুটবল দলের কোচ আর্থার ইলিয়াস বলেছেন, ‘আমি ওর (মার্তার) সঙ্গে সম্প্রতি কথা বলেছি। ও যতদিন (ক্লাব ফুটবলে) সর্বোচ্চ স্তরে খেলে যাচ্ছে, তত দিন সেলেসাওদের সাহায্য করতে প্রস্তুত। যেটা সে আগেও করেছে।’ তিনি যোগ করেন, ‘ (মাঠে) ওর উপস্থিতি দলের তরুণ খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া মাঠের বাইরেও গুরুত্বপূর্ণ সে।’ মার্তা ২০০২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্রাজিলের হয়ে ২০৪ ম্যাচে ১১৯ গোল করেছেন।

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন