হোম > খেলা > ফুটবল

শিয়েরারকে টপকে নতুন রেকর্ড সালাহর

লিভারপুলের জার্সিতে নতুন রেকর্ড গড়লেন মোহামেদ সালাহ। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগে এখন সর্বোচ্চ গোলদাতা তিনি। ভেঙে দিলেন নিউক্যাসল ইউনাইটেডের সাবেক ইংলিশ কিংবদন্তি অ্যালেন শিয়েরারের ১০ গোলের রেকর্ড।

ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে রেড ডেভিলদের বিপক্ষে প্রিমিয়ার লিগে ১০-এর বেশি গোল করলেন সালাহ। গতরাতে ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ৮৪ মিনিটে পেনাল্টি থেকে লিভারপুলকে ২-২ গোলে সমতায় ফেরান মিসরীয় ফরোয়ার্ড।

লিগে ইউনাইটেডের বিপক্ষে সালাহর গোলসংখ্যা—১১। গতকাল মাঠে নামার আগে এ তালিকায় তিনি পাশাপাশি ছিলেন শিয়েরারের।

নতুন কীর্তি গড়লেও লিভারপুলকে জেতাতে পারেননি সালাহ। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েও জিততে পারেনি অলরেডরা। উল্টো ৬৭ মিনিটে ২-১ গোলে লিড নিয়ে নেয় ইউনাইটেড। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে সেই গোল শোধ দেন সালাহ।

পয়েন্ট ভাগাভাগি করতে হওয়ায় আবারও তালিকার শীর্ষে ফেরার সুযোগ হারাল লিভারপুল। ৩১ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইয়ুর্গেন ক্লপের দল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আর্সনাল। তিনে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭০। ইউনাইটেড ৪৯ পয়েন্ট নিয়ে আছে ছয়ে।

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর