হোম > খেলা > ফুটবল

চুমু দিয়ে নিষিদ্ধ রুবিয়ালেসের জন্য অনশন-ধর্মঘটে তাঁর মা

চুমু-কাণ্ডে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসকে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবলের গভর্নিং বডি ফিফা। তবে ছেলের ওপর এমন শাস্তি পছন্দ হয়নি তাঁর মায়ের। রুবিয়ালেস ‘অমানবিকতার শিকার’ হয়েছেন মনে করছেন তিনি। এ কারণে ‘অনশন ধর্মঘট’ শুরু করেছেন রুবিয়ালেসের মা। আজ খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

গত ২০ আগস্ট সিডনিতে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার মেয়েদের বিশ্বকাপ জেতে ফ্রান্স। এমন ঐতিহাসিক মুহূর্তে এক ‘অন্যায়’ করে বসেন রুবিয়ালেস। পুরস্কার বিতরণী মঞ্চে সম্মতি ছাড়াই ৩৩ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড জেনি হারমোসোকে জড়িয়ে ওষ্ঠে চুম্বন করেন রুবিয়ালেস। মুহূর্তে এই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শুরু হয় সমালোচনা। 

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ থেকে তাঁকে সরে দাঁড়াতেও বলেন অনেকে। তোপের মুখে ক্ষমা চান ৪৬ বছর বয়সী রুবিয়ালেস। তবে তাতেও পার পাননি। ফিফা গতকাল স্থগিত নিষেধাজ্ঞা আরোপ করে তাঁর ওপর। একদিন পর ছেলের ওপর অন্যায় হয়েছে জানিয়ে অনশন শুরু করেছেন রুবিয়ালেসের মা অ্যাঙ্গেলেস বেহার। এখন তিনি মট্রিলের একটি চার্চে নিজেকে বন্দী করে রেখেছেন তিনি। 

স্প্যানিশ নিউজ এজেন্সি ইএফই’কে বেহার জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য দিনরাত এই অনশন চলবে। এই ঘটনায় স্প্যানিশ গণমাধ্যম ভিড় করেছে দক্ষিণ স্পেনের ডিভিনা পাস্তোরার মট্রিলের চার্চে ভিড় করেছে। এখানেই বেড়ে উঠেছেন রুবিয়ালেস। 

ছেলের প্রতি অন্যায় হয়েছে জানিয়ে বেহার ইএফইকে বলেছেন, ‘তারা আমার ছেলের ওপর যে অমানবিক ও নিষ্ঠুর আচরণ করেছে সেটি তার প্রাপ্য নয়।’

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন