হোম > খেলা > ফুটবল

প্রতিপক্ষ দলের ফুটবলার আহত হওয়ায় আনচেলত্তির দুঃখ

নির্ধারিত ৯০ মিনিটের ম্যাচ শেষে খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে। তখনই হঠাৎ করে বলের দখল নিতে গিয়ে মারাত্মক চোট পেয়েছেন এক ফুটবলার। যন্ত্রণায় তিনি তখন কাতরাচ্ছেন। নিজের শিষ্যের কারণে এমনটা হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। 

মন্টিলিভি স্টেডিয়ামে গতকাল লা লিগার ম্যাচে মুখোমুখি হয়েছিল জিরোনা ও রিয়াল মাদ্রিদ। ৯০ মিনিটের পরে অতিরিক্ত ৩ মিনিটে জিরোনার পোর্তুর থেকে বল কেড়ে নিতে গিয়েছিলেন রিয়ালের নাচো। তাতে পোর্তুর পায়ে লাথি মেরে বসেন নাচো। প্রথমে হলুদ কার্ড দেওয়া হলেও ভিডিও অ্যাসিস্ট রেফারির (ভিএআর) সাহায্যে নাচোকে দেওয়া হয় লাল কার্ড। পোর্তু তাতে মারাত্মক চোট পেয়েছেন। ম্যাচ শেষে নাচোর লাল কার্ড প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘মাঠে যা হয়েছে, তার জন্য আমরা দুঃখিত। নাচো ক্ষমা চেয়েছে। যা ঘটেছে, সে জন্য সে কষ্ট পেয়েছে। আশা করি, জিরোনার খেলোয়াড়ের চোট মারাত্মক কিছু হবে না।’ 

পোর্তু আহত হওয়ার পর হাতাহাতিতে জড়িয়ে যান মাদ্রিদ ও জিরোনার ফুটবলাররা। তাতে রিয়ালের আন্টোনিও রুডিগার ও জিরোনার ক্রিস্টিয়ান স্টুয়ানিকে দেখানো হয় হলুদ কার্ড। আর এই ম্যাচে জিরোনাকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ১৭ মিনিটে গোল করেন হোসেলু। এরপর রিয়ালের দ্বিতীয় গোল ২১ মিনিটে করেন অরেলিয়েঁ চুয়ামেনি। আর জুড বেলিংহাম গোল করেন ৭১ মিনিটে। তাতে ২১ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ২০। দুটো দলই খেলেছে ৮টি করে ম্যাচ।

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল