হোম > খেলা > ফুটবল

নিজের খেলা প্রথম ক্লাব কিনে নিলেন রোনালদো

একসময় ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেরিওর হয়ে খেলা রোনালদো নিজেই এবার ক্লাবটি কিনে নিলেন। পরবর্তী সময়ে ব্রাজিল জাতীয় দল ও ইউরোপের ক্লাবগুলোতে খেলে নিজেকে অনন্য উচ্চতায় নেওয়া রোনালদো ১৯৯৩ সালে এই ক্লাব দিয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন। ক্লাবটির নতুন মালিক এখন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। 

রোনালদো নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন ৷ ক্লাবটির বর্তমান প্রেসিডেন্ট সার্জিও সান্তোস রদ্রিগেজও এ সময় তাঁর সঙ্গে ছিলেন। গতকাল শনিবার মালিকানা পরিবর্তন নিয়ে রোনালদোর সঙ্গে চুক্তি করেছেন আগের মালিক ৷ ক্রুজেরিও একসময় ছিল ব্রাজিলের অন্যতম সেরা ক্লাব ৷  কিন্তু ২০১৯ সালে তারা দ্বিতীয় বিভাগে নেমে গেছে।

রোনালদোর লক্ষ্য ক্রুজেরিওকে আবারও ব্রাজিলিয়ান ফুটবলে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে আমার অনেক অবদান রাখতে হবে ৷ ক্রুজেরিওর কাছ থেকে বড় কিছু পেতে হলে আমাদের অনেক কাজ করতে হবে এবং লক্ষ্য নিয়ে এগোতে হবে।’

ক্রুজেরিও রোনালদোর মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। এর আগে স্পেনের ক্লাব রিয়াল ভায়াদোলিদের মালিকানাও কিনে নিয়েছেন তিনি। ২০২০-২১ মৌসুমে লা লিগা থেকে ভায়াদোলিদের অবনমন হলে তা কিনে নেন রোনালদো। ব্রাজিলিয়ান তারকা এই দুই ক্লাবকে অনেক দূর এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন।

নেপালের ক্লাবের কাছে বিধ্বস্ত নাসরিন

বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত মেসির ওপর ছেড়ে দিলেন স্কালোনি

জুয়া-কাণ্ডে তুরস্কের ২৯ ফুটবলারকে গ্রেপ্তারের নির্দেশ

আবারও কিংসের বড় জয়, রাকিবের হ্যাটট্রিক অ্যাসিস্ট

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে