হোম > খেলা > ফুটবল

নিজের খেলা প্রথম ক্লাব কিনে নিলেন রোনালদো

একসময় ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেরিওর হয়ে খেলা রোনালদো নিজেই এবার ক্লাবটি কিনে নিলেন। পরবর্তী সময়ে ব্রাজিল জাতীয় দল ও ইউরোপের ক্লাবগুলোতে খেলে নিজেকে অনন্য উচ্চতায় নেওয়া রোনালদো ১৯৯৩ সালে এই ক্লাব দিয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন। ক্লাবটির নতুন মালিক এখন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। 

রোনালদো নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন ৷ ক্লাবটির বর্তমান প্রেসিডেন্ট সার্জিও সান্তোস রদ্রিগেজও এ সময় তাঁর সঙ্গে ছিলেন। গতকাল শনিবার মালিকানা পরিবর্তন নিয়ে রোনালদোর সঙ্গে চুক্তি করেছেন আগের মালিক ৷ ক্রুজেরিও একসময় ছিল ব্রাজিলের অন্যতম সেরা ক্লাব ৷  কিন্তু ২০১৯ সালে তারা দ্বিতীয় বিভাগে নেমে গেছে।

রোনালদোর লক্ষ্য ক্রুজেরিওকে আবারও ব্রাজিলিয়ান ফুটবলে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে আমার অনেক অবদান রাখতে হবে ৷ ক্রুজেরিওর কাছ থেকে বড় কিছু পেতে হলে আমাদের অনেক কাজ করতে হবে এবং লক্ষ্য নিয়ে এগোতে হবে।’

ক্রুজেরিও রোনালদোর মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। এর আগে স্পেনের ক্লাব রিয়াল ভায়াদোলিদের মালিকানাও কিনে নিয়েছেন তিনি। ২০২০-২১ মৌসুমে লা লিগা থেকে ভায়াদোলিদের অবনমন হলে তা কিনে নেন রোনালদো। ব্রাজিলিয়ান তারকা এই দুই ক্লাবকে অনেক দূর এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন।

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’