হোম > খেলা > ফুটবল

বদলে গেলে দৃশ্যপট, মেসির সঙ্গে খেলা হচ্ছে না ডি ব্রুইনের

ক্রীড়া ডেস্ক    

মেসির সঙ্গে খেলা হচ্ছে না ডি ব্রুইনের। ছবি: ফাইল ছবি

চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দেওয়া কেভিন ডি ব্রুইনেকে দলে ভেড়ানোর চেষ্টায় ছিল ইন্টার মায়ামি। তবে এবার নিজেদের অবস্থান থেকে সরে এসেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি। ‘ডিসকভারি লিস্টের’ ডি ব্রুইনেকে দলে ভেড়ানোর আলোচনার অধিকার ছেড়ে দিয়েছে মায়ামি।

এমএলএসের আরেক ক্লাব শিকাগো ফায়ার ডি ব্রুইনেকে পাওয়ার জন্য চেষ্টা করছে। এমএলএসে ডিসকভারি লিস্ট হলো একটি রোস্টার ব্যবস্থাপনা পদ্ধতি, প্রতিটি ক্লাবকে সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড়ের ওপর অধিকার দাবি করার সুযোগ দেয়। যাঁরা তখন কোনো এমএলএস দলের সঙ্গে চুক্তিবদ্ধ নয়। সেই ক্লাবটি পাঁচ খেলোয়াড়ের সঙ্গে অন্য কোনো ক্লাবের আগেই একচেটিয়া আলোচনা ও চুক্তি করার অধিকার পায়। মায়ামি অধিকার ছেড়ে দেওয়ায় শিকাগো এবার আলোচনা শুরু করেছে।

মায়ামিতে লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের সঙ্গে ডি ব্রুইনেরে খেলার যে একটা আলোচনা হচ্ছিল, সেটি আর হচ্ছে না। ৩৩ বছর বয়সী ব্রুইনকে তাদের ‘ডিসকভারি তালিকায়’ রেখেছিল, যার অর্থ ছিল তারা যুক্তরাষ্ট্রে একমাত্র এমএলএস দল হিসেবে তাঁর সঙ্গে আলোচনা করতে পারত। তারা অধিকার ছেড়ে দেওয়ায় এবার সুযোগ পেয়েছে শিকাগো ফায়ার।

গত মাসে ডি ব্রুইনে জানিয়েছিলেন, মৌসুম শেষ হওয়ার পর তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে তিনি সিটি ছেড়ে যাবেন। বিসিবির প্রতিবেদন, ডি ব্রুইনের প্রতিনিধিরা শিগগিরই শিকাগো ক্লাবের সঙ্গে বৈঠক করবেন। বর্তমানে লিগে শিকাগো ফায়ার ১১ তম স্থানে রয়েছে। সিটির হয়ে ডি ব্রুইনে ১৬টি ট্রফি জিতেছেন, যার মধ্যে রয়েছে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা এবং ২০২৩ চ্যাম্পিয়নস লিগের শিরোপা। অবদান রেখেছেন আড়াই শ গোলে।

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ